চেন্নাইয়িন ছেড়ে জামশেদপুরে ফিরলেন এই বিদেশি ফুটবলার

রাঁচি: আগের বছর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যায় দরুন প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল একবারের শিল্ড জয়ী…

Jordan Murray

রাঁচি: আগের বছর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যায় দরুন প্লে-অফের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল একবারের শিল্ড জয়ী এই দল। কিন্তু গ্রুপ পর্বের শেষের দিকে একাধিক ম্যাচে ধরাশায়ী হয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যেতে হয় এই ফুটবল ক্লাবকে। সেইসব ভুলে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। তারা দলে টানল অস্ট্রেলিয়ান ফুটবলার জর্ডান মারেকে (Jordan Murray)।

ঘন্টাকয়েক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই বিদেশি ফরোয়ার্ডের যোগদানের কথা ঘোষণা করে জামশেদপুর। গত বছর ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির হয়ে খেলেছিলেন জর্ডান। আইএসএলের পাশাপাশি সুপার কাপে ও যথেষ্ট সক্রিয়তা দেখা গিয়েছিল এই ফুটবলারের।‌

   

একটা সময় তাকে দলে রাখার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত রিলিজ করে দেয় দক্ষিণের ক্লাব। সেখান থেকেই ফিরে এলেন জামশেদপুরে। গত ২০২১-২০২২ মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে প্রথমবারের জন্য এসেছিলেন তিনি।

কিন্তু পরের বছর ফিরে গিয়েছিলেন বিদেশে। সেখান থেকেই গত মরশুমে ভারতে ফেরেন জর্ডান। এবার ফের যোগ দিলেন এই ক্লাবে। আগামী বছরের মে মাস পর্যন্ত তার চুক্তি করেছে জামশেদপুর। যতদূর খবর, পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।

স্প্যানিশ ফুটবলার জাভিয়ের সিভেরিও টোরোর পর এই বিদেশির উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে জামশেদপুর এফসিকে। উল্লেখ্য, গত মরশুমের মতো এবারও নিজেদের ভারতীয় কোচের উপরেই ভরসা রেখেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। আগামী আরো দুইটি মরশুমের জন্য খালিদ জামিলের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে ম্যানেজমেন্ট। বলতে গেলে তার তত্ত্বাবধানেই সাফল্য পেতে চাইছে এই ক্লাব।