Mohun Bagan: বাগানের একজন বিদেশিই শীর্ষে থাকার দৌড়ে

Advertisements পুরনো চাল ভাতে বাড়ে। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ক্ষেত্রে এই কথাটাই ফলে গিয়েছে। এবারের মরসুম শুরু হওয়ার আগে আক্রমণভাগের দুই নামী বিদেশি ফুটবলারকে…

Dimitri Petratos

Advertisements

পুরনো চাল ভাতে বাড়ে। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ক্ষেত্রে এই কথাটাই ফলে গিয়েছে। এবারের মরসুম শুরু হওয়ার আগে আক্রমণভাগের দুই নামী বিদেশি ফুটবলারকে সই করিয়েছিল বাগান। ধারাবাহিকভাবে কাজের কাজ করে যাচ্ছেন অন্য একজন বিদেশি ফুটবলার।

Advertisements

অনেক দাম দিয়ে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুকে দলে নিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আশা করা হয়েছে আপ ফ্রন্টে কামিন্স, সাদিকু গোলের বন্যা বইয়ে দেবেন। মরসুম শেষে দিকে। কিন্তু এখনও দুজনের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে এখন কাটাছেঁড়া চলে। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে অনেক পরিসংখ্যান জানা যায়। গোল করার ব্যাপারে কে এগিয়ে, রক্ষণে কোন ফুটবলার ভালো করছেন ইত্যাদি বিষয় বিস্তারিত জানা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে বেশি গোল করার দৌড়ে এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্সের ডায়ামানতিকোস (১৩ গোল)। এরপর ক্রম অনুযায়ী রয়েছে- রয় কৃষ্ণা (১২ গোল), দিয়েগো মরিসিও (১০ গোল), দিমিত্রি পেত্রাতস (১০ গোল), নোয়া সাদাউ (১০ গোল)।

আক্রমণে সুযোগ তৈরি করার ক্ষেত্রেও মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস নজর কেড়েছেন। চলতি আইএসএল-এ সবথেকে বেশি সুযোগ তৈরি করেছেন পাঞ্জাব এফসির মাহি তালাল (৫৭ টি সুযোগ)। এই তালিকায় দিমিত্রি পেত্রাতস রয়েছেন চার নম্বরে। ৪১ টি সুযোগ তৈরি করেছেন বাগানের অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার।