Maoists: লোকসভা ভোটের মুখে আত্মসমর্পণ করল ১২ মাওবাদী

লোকসভা নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা রক্ষীদের কাছে ১২ জন মাওবাদী আত্মসমর্পণ করল। বৃহস্পতিবার সকালে তারা আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। একটি…

26 maoists killed in encounter in Maharashtra

লোকসভা নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা রক্ষীদের কাছে ১২ জন মাওবাদী আত্মসমর্পণ করল। বৃহস্পতিবার সকালে তারা আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মাওবাদীরা সারান্দা এবং কোলহানে অঞ্চলে দীর্ঘদিন ধরে তৎপর ছিল। উল্লেখ্য এটাই এশিয়ার ঘন শালের জঙ্গল।

একজন উচ্চপদস্ত পুলিশ আধিকারিক একটি ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ”মাওবাদীরা নিরাপত্তা কর্মীদের সামনে আত্মসমর্পণ করেছে। তারা সারান্দা এবং কোলহান অঞ্চলে কাজ করছিল এবং তারা মাওবাদী মিসির বেসরা গ্রুপের অন্তর্ভুক্ত, যার মাথায় এক কোটি টাকা বরাদ্দ রয়েছে।”

পশ্চিম সিংভূমকে দেশের অন্যতম চরমপন্থী প্রভাবিত জেলা হিসেবে বিবেচনা করা হয়। ইতিমধ্যে এই অঞ্চল ৪৬টি মাওবাদী-সম্পর্কিত ঘটনার সাক্ষী ছিল, যার ফলে গত বছর ২২ জন মাওবাদী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। আগামী ৩রা মে ঝাড়খণ্ডের সিংভূম লোকসভা আসনের মাওবাদীদের আস্তানার অনেক অভ্যন্তরীণ এলাকা প্রথমবারের মতো বা বলা ভালকয়েক দশকের ব্যবধানের পরে ভোটের গ্রহণ হবে।সারন্দায় বসবাসকারী লোকেদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম করার জন্য পোলিং টিম এবং ভোটের কাজে ব্যবহৃত উপকরণগুলি হেলিকপ্টার থেকে আকাশে নামানো হবে বলে জানা গিয়েছে।