থামুক যুদ্ধ (Russia Ukraine War), চাইছেন ক্রীড়াবিদরা। খেলার মাঠে প্রদর্শিত হচ্ছে যুদ্ধ বিরোধী পোস্টার। যুদ্ধ থামানোর আবেদনে পাশাপাশি প্রতিপক্ষ দুই ক্লাব।
ইউরোপা লিগের (Europa League) ম্যাচ, বার্সেলোনা (Barcelona) এবং নাপোলির (Napoli) মধ্যে। বল গড়ানোর আগে দুই দলের ২২ জন ফুটবলারের হাতে বিরাট এখন পোস্টার। সাদার ওপর লাল কালিতে লেখা ‘Stop War’।
বোমার শব্দে বৃহস্পতিবার ঘুম ভেঙেছিল ইউক্রেনের। হামলা করেছে রাশিয়া। ইউক্রেনও দিল পাল্টা- যুদ্ধ। রাশিয়ান বোমার আঘাতে লন্ডভন্ড পূর্ব ইউক্রেন। শুক্রবার সকালে খবরের কাগজের পাতায় শিরোনাম, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আক্রমণে বিস্মিত বিশ্ব। ইউক্রেনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশি হামলায় আটজনের মৃত্যু হয়েছে। আহত ন’জন।
বিশ্ব ফুটবলে খেলা ইউক্রেনীয় ফুটবলাররা সরব হয়েছেন। প্রতিবাদে নেমেছেন রাস্তায়। ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার অলেকজন্দ জিনোসেনকো সরব হয়েছেন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি।
ইউরোপে লিগে আটলান্টা বনাম অলিম্পিয়াকোস ম্যাচেও যুদ্ধ বিরোধী বার্তা। আটলান্টার হয়ে গোল করে জার্সি খুলে ফেলেন ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনোভোস্কি। জার্সির ভিতরে যে টি-শার্ট পরেছিলেন তাতে লেখা ‘No war in Ukraine’- ইউক্রেনে কোনো যুদ্ধ নয়।