নিশ্চয়তা চাইছিলেন ফুটবলাররা। চূড়ান্ত কাগজ না হলেও অন্তত একটা তারিখ বলে দেওয়া হোক, এমনটা চেয়েছিলেন ফুটবলাররা। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) সেই সময় নির্দিষ্ট তারিখ বলার মতো অবস্থায় ছিল না।
এবারের দল বদলের মরশুমে বারংবার শোনা গিয়েছে, ফুটবলারদের অপেক্ষা করতে বলেছেন লাল হলুদ কর্তারা। অনেকেই আর অপেক্ষা করতে পারেননি। যোগ দিয়েছেন ভারতের অন্য কোনো ক্লাবে। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিত মহম্মদ রফিকও তাঁবু ছেড়েছেন।
বিনিয়োগকারীর হাত ধরার অনেক আগে থেকে দল বদলের বাজারে নেমেছিলেন লাল হলুদ কর্তারা। প্রায়শই শোনা গিয়েছিল, অমুক ফুটবলারের কাছে পাঠানো হয়েছে লাল হলুদ প্রি-কনট্র্যাক্ট। এরপর অপেক্ষা পালা।
জানা গিয়েছে, সরকারী কাগজে কবে সই হবে সে ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। কর্তারা বলতে পারেননি। এখন এই অবস্থার অনেকটা বদল এসেছে বলে মনে করা হচ্ছে। ফুটবলারদের হয়তো দ্রুত তারিখ বলার মতো জায়গায় চলে আসবেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।