ISL অনিশ্চয়তার মাঝে ফিফার কাছে ‘বিস্ফোরক’ আবেদন প্রীতম-সুনীলদের

footballer-urged-to-fifa-save-indian-football-amid-isl-uncertainty-crisis-now

নতুন বছর এসেছে। জানুয়ারি মানেই ফুটবলপ্রেমীদের চোখে থাকার কথা আইএসএল, ট্রান্সফার উইন্ডো আর মাঠের উত্তাপ। কিন্তু ভারতীয় ফুটবলের (Indian Football) বাস্তবতা আজ সম্পূর্ণ উল্টো। মরশুম ঘুরে গেলেও ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আদৌ হবে কি না, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। এই গভীর অনিশ্চয়তা, আর্থিক চাপ ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মাঝেই এবার নজিরবিহীন পদক্ষেপ নিলেন দেশের তারকা ফুটবলাররা।

কোপার জালে আগুন ঝরিয়ে উত্থান বর্ধমানের, আটকে গেল ব্যারেটো দল

   

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে ফিফার কাছে হস্তক্ষেপের আবেদন জানালেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল, রাহুল ভেকে, অমরিন্দর সিংরা। গুরপ্রীতের পোস্ট করা একটি ভিডিও বার্তায় তাঁরা একসুরে আবেদন করলেন, “দয়া করে ভারতীয় ফুটবলকে বাঁচান।”

টি-২০ বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের প্রাক্তন তারকা স্পিনারের

ভিডিওতে উপস্থিত ছিলেন বিদেশি ফুটবলাররাও কার্লোস দেলগাদো, হুগো বুমোস, মাইকেল জাবাকোরার মতো পরিচিত নাম। এক্ষেত্রে স্পষ্ট করে দেয়, এই সংকট শুধু দেশীয় ফুটবলারদের নয়, গোটা লিগ ও তার সঙ্গে যুক্ত সকলের।

ভিডিও বার্তায় ফুটবলারদের বক্তব্য ছিল স্পষ্ট ও তীব্র। তাঁদের কথায়, “এটা জানুয়ারি। এই সময় আমাদের আইএসএলে খেলে আপনাদের টিভি আর ফোনের পর্দায় থাকার কথা ছিল। কিন্তু আজ আমরা ভয়, অনিশ্চয়তা আর বাধ্যবাধকতা নিয়ে কথা বলছি। সত্যিটা সবাই জানে, ভারতীয় ফুটবলের যারা দায়িত্বে আছেন। তারা তাদের কর্তব্য পালন করতে পারেননি।”

অনবদ্য লড়াই, নীতার বিপক্ষে ৫-০ গোলে জয়ী ইস্টবেঙ্গল

ফেডারেশনের ভূমিকা নিয়ে সরাসরি আঙুল তুলে তাঁরা জানান, এটি তাঁদের “শেষ চেষ্টা”। তাই বাধ্য হয়েই ফিফার দ্বারস্থ হওয়া। ফুটবলারদের সংযোজন, “এই আবেদন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়। কারও সঙ্গে আমাদের লড়াই নেই। কিন্তু আমরা আজ মানবিক, অর্থনৈতিক এবং ক্রীড়াক্ষেত্রে গভীর সংকটের মুখোমুখি।”

খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব কর্মী থেকে শুরু করে ভক্ত সবাই অনিশ্চয়তায়। পরবর্তী মরশুম আদৌ হবে কি না, কবে হবে, কীভাবে হবে, কোনও উত্তর নেই। ফুটবলারদের দাবি, তাঁরা শুধু নিশ্চয়তা চান। জানতে চান, সামনে কী অপেক্ষা করছে।

ভিডিও বার্তার শেষ অংশে তাঁদের কণ্ঠে ছিল হতাশার সঙ্গে লড়াই করার দৃঢ়তা, “আমরা শুধু ফুটবল খেলতে চাই। আমাদের সেটা করতে সাহায্য করুন।”

তিন মহাদেশে পাঁচবার মহাযুদ্ধ! কবে কোথায় মুখোমুখি ভারত-পাক? দেখুন

ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম দেশের সেরা ফুটবলাররা প্রকাশ্যে ফেডারেশনের ব্যর্থতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সংস্থার কাছে সাহায্য চাইলেন। প্রশ্ন উঠছে, এই আবেদন কি সত্যিই ফিফার দরবারে পৌঁছবে? নাকি মাঠের বাইরের লড়াইয়ে আরও দীর্ঘ হবে ভারতীয় ফুটবলের অচলাবস্থা?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleইরান বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়াল ৫০
Next articleআগামীকাল থেকেই অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।