টানা ৬ মাস সবুজ মেরুন জার্সিতে দেখা নেই ফুটবলার তিরি’র (Tiri)। ইনজুরিতে বিপর্যস্ত এই ফুটবলারের কেরিয়ার। নিজেকে ফিট করার প্রস্তুতির মাঝে তিরির টুইট পোস্ট সবুজ মেরুন ভক্তদের মধ্যে ফুটবলার তিরিকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো।
নিজেকে ফিট করার লক্ষ্যে মেরিনার্স ক্যাম্পে যোগ দেওয়ার ইচ্ছে থেকে টুইট পোস্ট ‘ফোকাস!👀’ ATKমোহনবাগান জার্সি গায়ে মাঠে নামাই লক্ষ্য তা বোঝাতে এবং ভক্তদের আশ্বস্ত করতে এই টুইট পোস্ট।
Focus!👀 pic.twitter.com/fOXBNW4LJG
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) December 4, 2022
প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগে গত শনিবার ১-০ গোলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট এলেও ছেলেদের খেলায় খুশি নন সাংবাদিকদের সামনে স্পষ্টতই স্বীকার করে নিয়েছেন ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ভুল পাস,টিমগেমের অভাব,খেলা চলাকালীন সেকেন্ড বল ইস্যুতে অহেতুক বিভ্রান্তি সবুজ মেরুন ফুটবলারদের খেলার পরতি মান নিয়ে অসন্তুষ্ট ফেরান্দো। তাই উন্নতির জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে মেরিনার্সদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন ATKমোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।