Covid 19: রয় কৃষ্ণ, কোলাসোর শরীরে কোভিড ভাইরাস ঘর বেধেছে

Sports: ইন্ডিয়ান সুপার লীগের (ISL) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে ম্যাচ নম্বর ৬৬ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বৃহস্পতিবার,…

Sports: ইন্ডিয়ান সুপার লীগের (ISL) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) মধ্যে ম্যাচ নম্বর ৬৬ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২ ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার ছিল৷ ISL টুইটার হ্যাণ্ডেলে এই ম্যাচ স্থগিতকরণ বিষয়টা প্রকাশ করা হয়েছে।

Advertisements

ISL টুইটার হ্যাণ্ডেলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে,লীগের মেডিকেল টিমের পরামর্শের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করে, কেরালা ব্লাস্টার্স এফসি দল মাঠে নামতে পারবে না এবং নিরাপদে ম্যাচের জন্য প্রস্তুতি নিতে এবং খেলতে অক্ষম।

   

এরই মধ্যে সবুজ মেরুন সমর্থকদের কাছে দুঃসংবাদ।
অসমর্থিত সূত্রে খবর, ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ এবং আর এক ATK মোহনবাগান ফুটবলার লিস্টন কোলাসো কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হয়েছে এবং বর্তমানে কোভিড প্রটোকল মেনে সেল্ফ আইসোলেসনে রয়েছে।

সম্প্রতি ISL প্রেস বিবৃতিতে জানিয়েছে, ATK মোহনবাগান এবং ওডিশা FC’র মধ্যে ম্যাচ নম্বর ৫৩, রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, PJN স্টেডিয়াম, ফতোর্দাতে পুনঃনির্ধারিত করা হয়েছে৷ এই খেলা কিক-অফ হবে রাত ৯.৩০ মিনিটে। এই ম্যাচটি গত ৮ জানুয়ারী, ২০২২ শনিবারের জন্য নির্ধারিত ছিল।

এখন অসমর্থিত সূত্রের দাবি, রয় কৃষ্ণ এবং লিস্টন কোলাসোর কোভিড-১৯ পজিটিভ হওয়াতে আগামী ২৩ জানুয়ারী, ২০২২, PJN স্টেডিয়াম, ফতোর্দাতে পুনঃনির্ধারিত করা ATK মোহনবাগান বনাম ওডিশা FC’র মধ্যে ম্যাচ অনিশ্চয়তার ডামাডোলে পড়ে গিয়েছে।

চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL)২০২১-২২ সেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ATK মোহনবাগান। সবুজ মেরুন বিগ্রেডের টুর্নামেন্টের তিনটে ম্যাচ ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে।

অসমর্থিত সূত্রে খবর,শুধুমাত্র চেন্নাইয়ান এফসি এবং মুম্বই সিটি এফসি কোনো ইতিবাচক (কোভিড-১৯ পজিটিভ) কেস রিপোর্ট করেনি।

অন্যদিকে, ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ম্যাচ নম্বর ৬৭ জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি’র মধ্যে শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, অ্যাথলেটিক স্টেডিয়াম বাম্বোলিমে পূর্ব নির্ধারিত ছিল, তা স্থগিত করা হয়েছে।

জামশেদপুর এফসি নিরাপদে একটি দল মাঠে নামতে এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে অক্ষম এই বিষয়ে লীগের মেডিকেল টিমের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।