খাতায় কলমের কাজ শেষ, এক বছরের চুক্তিতে রিয়াল কাশ্মীরের সাথে চুক্তি করল শুভাশিস রায় চৌধুরী। সূত্রের মারফত জানা গেছে এমনটাই,খুব শীঘ্রই তার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে তার নতুন ক্লাবের তরফে।
টাটা ফুটবল অ্যাকাডেমির এই ফুটবলার পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন।আইএসএলের প্রথম বছরে এটিকে’র জয়লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
এটিকের হয়ে ভালো খেলার পর বিদেশের কাগজে দারুণ প্রশংসিত হয়েছিলেন শুভাশিস। পরবর্তী সময়ে তিনি খেলেছিলেন জামশেদপুর, কেরালা ব্লাস্টার্স এবং নর্থইস্ট ইউনাইটেডের মতো আইএসএলের ক্লাবে।
সম্প্রতি ইস্টবেঙ্গলে ছিলেন তিনি।কিন্তু কোনও অজ্ঞাত কারণে তাকে রিলিজ করে দেওয়া হয় স্কোয়াডের থেকে। এরপরই আইলিগের এই ক্লাবে যোগদান করার বিষয় সিদ্ধান্ত নেন তিনি।
জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন শুভাশিস।ফ্রাঙ্ক রিবেরি, ফিলিপ লাম,থমাস মুলার সমৃদ্ধ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দেশের হয়ে একটি প্রদর্শনী ম্যাচেও অংশগ্রহণ করেছিলেন তিনি।