HomeSports Newsক্লাব ছাড়ার পর অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তা রয় কৃষ্ণার

ক্লাব ছাড়ার পর অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তা রয় কৃষ্ণার

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অন্যতম পরিচিত মুখ, ফিজির আন্তর্জাতিক ফুটবলার রয় কৃষ্ণা (Roy Krishna)। গত সপ্তাহে তিনি ওডিশা এফসি (Odisha FC) থেকে বিদায় নিয়েছেন। ক্লাব ছাড়ার আগে এক আবেগঘন পোস্টে (Emotional Post) তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের মালিক, কোচিং স্টাফ, সতীর্থ এবং অনুরাগীদের।

২০২৩-২৪ মরসুমে বেঙ্গালুরু এফসি থেকে ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণা। তাঁর আগমনেই যেন নতুন প্রাণ ফিরে পেয়েছিল কলিঙ্গ ওয়ারিয়র্স। সেই সিজনে তাঁর অসাধারণ পারফরম্যান্স ক্লাবকে লীগ টেবিলের চতুর্থ স্থানে নিয়ে আসে এবং প্লে-অফের সেমিফাইনালে জায়গা করে নেয়। অভিজ্ঞ ফরোয়ার্ড হিসেবে তিনি গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দেন। ক্লাবের আক্রমণভাগে তিনি ছিলেন অন্যতম স্তম্ভ।

   

কিন্তু ২০২৪-২৫ সিজন যেন তাঁর জন্য দুর্ভাগ্যজনক এক অধ্যায় হয়ে উঠেছিল। নভেম্বরে হায়দরাবাদ এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েন তিনি। এরপর মরসুমের বাকি অংশে আর মাঠে নামা হয়নি। ইনজুরি তাঁকে মাঠ থেকে দূরে রাখলেও ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতা কখনো কমেনি। নিয়মিত অনুশীলনে উপস্থিত থেকে সতীর্থদের অনুপ্রাণিত করেছেন, যা ক্লাবের বিবৃতিতেও স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

রয় কৃষ্ণা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ওডিশা, তোমাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ক্লাবের মালিক, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং সেই অসাধারণ সমর্থকদের, যারা চড়াই-উৎরাইয়ে আমাদের পাশে ছিলেন, বিশেষত আমার ইনজুরির সময়। এই অধ্যায় হয়তো শেষ হচ্ছে, কিন্তু স্মৃতিগুলো আমার সাথে রয়ে যাবে চিরকাল।”

ওডিশা এফসির পক্ষ থেকেও এক আবেগময় বার্তায় জানানো হয়, “রয় কৃষ্ণা, এমন এক কিংবদন্তি যার পায়ের ছাপ কলিঙ্গ স্টেডিয়ামের প্রতিটি কোণে থেকে যাবে। প্রতিটি গোল, প্রতিটি লড়াই, সমর্থকদের প্রতিটি গর্জনে তুমি আমাদের জন্য স্মরণীয় হয়ে আছো। ইনজুরি তোমাকে থামিয়ে দিতে চাইলেও, তুমি কখনো হার মানোনি। প্রতিটি ট্রেনিং সেশনে তুমি হাজির হয়েছো নিষ্ঠা আর সাহস নিয়ে। সেই লড়াকু মানসিকতা, সেই নিঃশব্দ নেতৃত্ব—তোমাকে সত্যিকারের ক্যালিঙ্গা ওয়ারিয়র বানিয়েছে।”

এই বিদায়ে যেমন ওডিশা এফসি একজন মূল্যবান খেলোয়াড়কে হারাচ্ছে, তেমনি ভারতীয় ক্লাব ফুটবলেও শেষ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কৃষ্ণা শুধু একজন ফুটবলারই নন, তিনি ছিলেন একজন নেতা, একজন অনুপ্রেরণা। তাঁর কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং ফুটবলের প্রতি ভালোবাসা তরুণ খেলোয়াড়দের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

ভবিষ্যতে রয় কৃষ্ণা কোথায় যাচ্ছেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে তাঁর মতো প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড় যে যেখানেই যান, সেখানেই দলের মেরুদণ্ড হয়ে উঠবেন, তা বলাই যায়। ভারতীয় ফুটবলে তাঁর অবদান দীর্ঘদিন ধরে মনে রাখা হবে।

ওডিশা এফসি ও রয় কৃষ্ণার এই বিদায়, এক ধরনের আবেগ আর সম্মানজনক সমাপ্তি। ফুটবল শুধু খেলার নাম নয়, এটি সম্পর্ক, ভালোবাসা আর স্মৃতির এক মেলবন্ধন। কৃষ্ণা ওডিশার জার্সিতে যে স্মৃতি রেখে গেলেন, তা অনুরাগীদের হৃদয়ে থেকে যাবে চিরকাল।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular