Lalchungnunga: ইস্টবেঙ্গল কোচ সম্পর্কে ‘বিস্ফোরক’ নুঙ্গা

আগামীকাল থেকে ফের ইন্ডিয়ান সুপার লীগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লালচুংনুঙ্গার (Lalchungnunga) কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা লাভ…

Lalchungnunga

আগামীকাল থেকে ফের ইন্ডিয়ান সুপার লীগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লালচুংনুঙ্গার (Lalchungnunga) কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে। লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রত সম্পর্কে কিছু কথা বলেছেন তিনি।

ইন্ডিয়ান সুপার লীগে অংশ নেওয়ার পর থেকে কলকাতার অন্যতম প্রধান ইস্টবেঙ্গল ক্লাবের সময় খুব একটা ভালো কাটেনি। চলতি মরসুমের শুরুটা ভালো করলেও পরের দিকে গত মরসুমের প্রতিচ্ছবি। পয়েন্ট খোয়াতে খোয়াতে সেই দশ নম্বরে নেমে গিয়েছে ক্লাব। লীগ শুরু হওয়ার প্রথম দুই ম্যাচের মধ্যেই জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তারপর ধারাবাহিকভাবে পয়েন্ট খোয়ানোর পালা। তবুও সম্ভাবনা রয়েছে এখনও, হাতে অনেক ম্যাচ বাকি।

দল হিসেবে ইস্টবেঙ্গল কয়েক মরসুম ধরে ভালো খেলতে না পারলেও ভারতীয় ফুটবল মানচিত্রে একাধিক ভালো ফুটবলার উপহার দিয়েছে ক্লাব। লালচুংনুঙ্গা তাদের মধ্যে অন্যতম। আই লীগ থেকে কীভাবে জায়গা করে নিলেন ভারতের জাতীয় দলে? সেই কথা বলেছেন লাল হলুদ সমর্থকদের প্রিয় ‘লাল’।

ফুটবলারের কথায়, ‘ আগে আই লীগে খেলতাম। সেখান থেকে ইস্টবেঙ্গল আমাকে ইন্ডিয়ান সুপার লীগ খেলার সুযোগ করে দেয়, আমার ওপর ক্লাব ভরসা করেছিল। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি এখান থেকেই। আমার এই উত্থানের পিছনে কোচ কার্লোস কুয়াদ্রতের ভূমিকা অনস্বীকার্য। তিনি ফুটবলারদের আত্মবিশ্বাস সব সময় বাড়াতে সাহায্য করেছেন, আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেছে প্রতিনিয়ত।’