Dimitri Petratos: রাতেই কলকাতা শহরে আসছেন এই মোহনবাগান তারকা

প্রথম দিকে সমস্ত খেলোয়াড়দের না পাওয়া গেলেও ধীরে ধীরে দলের সাথে যুক্ত হয়েছেন প্রায় সকলেই। তবে ছিলেন না দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

Dimitri Petratos playing football for Mohun Bagan Club

এবারের ফুটবল মরশুমের প্রথম দিকটা খুব একটা সুবিধের না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে গোটা সবুজ-মেরুন ব্রিগেড। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো দল গুলিকে অতিসহজেই হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান ব্রিগেড। যা দেখে খুশি সকলেই। তবে এখানেই শেষ নয়। এবার শুরু হচ্ছে দেশের সবথেকে বড় কাপ টুর্নামেন্ট, সুপার কাপ।

আইএসএল জেতার পর এই সুপার কাপকেই পাখির চোখ করে এগোচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো গত ২রা এপ্রিল থেকেই দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। প্রথম দিকে সমস্ত খেলোয়াড়দের না পাওয়া গেলেও ধীরে ধীরে দলের সাথে যুক্ত হয়েছেন প্রায় সকলেই। তবে ছিলেন না দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। যা দেখে চিন্তা শুরু হয়েছিল মেরিনার্সদের মধ্যে। অনেকেই ভাবতে শুরু করেছিল, তাহলে কি আসন্ন সুপার কাপে খেলবেন না দিমিত্রি?

তবে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে আজ রাতে শহরে আসছেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। যারফলে, আগামীকাল থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন পেত্রাতোস। অন্যদিকে চোট সারিয়ে দলে কামব্যাক করেছেন তিরি। যারফলে প্রীতম কোটাল আর স্লাভকোর সঙ্গে হয়ত তাকে রক্ষন মজবুত করার দায়িত্ব দিতে পারেন হুয়ান ফেরেন্দো। অন্যদিকে আক্রমণ ভাগ কে শক্তিশালী করতে মনবীর সিংয়ের সঙ্গে লিস্টন ও দিমিত্রি পেত্রাতোস কে দলে রাখার পরিকল্পনা করতে পারেন কোচ। পাসিং ফুটবলের পাশাপাশি প্রয়োজন মতো প্রেসিং ফুটবল খেলার বিষয়ে ও জোর দেওয়ার কথা উঠে আসে সবুজ-মেরুনের হেডস্যারের তরফ থেকে।

আগামী ১০ এপ্রিল গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে সুপার কাপ অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। তার আগে আগামীকাল গোটা দল কে একবার ঝালিয়ে নেবেন ফেরেন্দো। একটা সময় এই গোকুলাম কেরালার বিরুদ্ধে এফসি কাপের ম্যাচ ৪-২ গোলে হারতে হয়েছিল এটিকে মোহনবাগান কে। তাই আসন্ন সুপার কাপের প্রথম ম্যাচেই সেই বদলা নিতে চান সবুজ-মেরুন ফুটবলাররা।