স্পোর্টিং ক্লাব দিল্লির দায়িত্ব পেয়ে কী বললেন টমাস?

tomasz-tchorz-quotes-sporting-club-delhi-head-coach-appointment-isl-2025-revamp

শেষ কিছু বছর ধরে আইএসএলে যথেষ্ট প্রভাব ফেলেছিল হায়দরাবাদ এফসি। এমনকি একবার খেতাব ও জয় করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু গত কয়েক সিজন ধরে ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল দল। তার উপর ব্যাপকভাবে দেখা দিয়েছিল অর্থনৈতিক সমস্যা। এমন পরিস্থিতিতে দল ছাড়তে শুরু করেছিলেন কোচ সহ দলের একাধিক তারকা ফুটবলার। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব পেয়েছিলেন থাংবোই সিংটো। তাঁর নির্দেশেই গত মরসুম পর্যন্ত দল গঠনের কাজ করেছিল হায়দরাবাদ। কিন্তু হতাশাজনক পারফরম্যান্স থাকায় তাঁর সঙ্গে ও চুক্তি ছিন্ন করতে বাধ্য হয়েছিল ম্যানেজমেন্ট।

Advertisements

Also Read | সুপার কাপের আগে দুরন্ত ছন্দে দানিশ, প্রস্তুতি ম্যাচে আটকে দিলেন চেন্নাইয়িনকে

   

তারপর শামিল চেম্বাকথদের দৌলতে বাকি টুর্নামেন্ট গুলিতে লড়াই করলেও কাজের কাজ কিছুই হয়নি। তখন থেকেই শোনা যাচ্ছিল যে নয়া সিজনে হয়তো নিজেদের ভৌগলিক অবস্থান বদল করবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল দিল্লির কথা। সেটাই হল এবার। এই নতুন মরসুম থেকেই দেশের রাজধানীর হয়ে খেলতে নামবে দল। এক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দিল্লির জার্সিতে নামবেন অ্যালেক্স সাজি থেকে শুরু করে অন্যান্য ফুটবলাররা। কিন্তু কে হবেন দলের কোচ। সেই নিয়ে দেখা দিয়েছিল সংশয়।

Advertisements

Also Read | ‘অপারেশন সিঁদুর’র গর্জন দীপাবলির আকাশে! সঙ্গে আতসবাজিতে রিঙ্কুর ছক্কা

পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল টমাস টর্চজের (Tomasz Tchorz) নাম। শেষ পর্যন্ত এবার তাঁর হাতেই দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এই নিয়ে তিনি বলেন, ” এই শহরটাকে আগে খুব একটা সময় দেখার সুযোগ হয়নি। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি এটি যথেষ্ট বড় একটি শহর। বিভিন্ন সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন ভাষা ভাষি ও সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন। প্রত্যেকের আলাদা ধরনের ভাবনা চিন্তা। আলাদা প্রত্যাশা। সেগুলো আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। তাছাড়াও আমি এই দলের মধ্যে কর্মঠ মনোভাব লক্ষ্য করেছি। এই পরিবারের সদস্য হতে পেরে আমি খুশি।”