কাতার বিশ্বকাপ মাতাতে চলা এই হাইপ্রোফাইল ফুটবলার এটিকে মোহনবাগানে, সত্যিটা জানুন

Trent Lucas Sainsbury

অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য Trent Lucas Sainsbury। এই তারকা অজি ফুটবলারের নাম জড়াল এবার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সাথে।

এই মুহুর্তে তপ্ত দলবদলের বাজার। ফুটবল মাঠের লড়াইয়ের মতো এখানেও বিভিন্ন দল গুলো’র মধ্যে প্রতিদ্বন্দ্বীতা এখন তুঙ্গে। সকলেই মুহুর্তে মুহূর্তে চমক দিচ্ছে। আর শক্তিশালী করে নিচ্ছে নিজেদের স্কোয়াড। পিছিয়ে নেই এটিকে মোহনবাগান’ও।দলে শক্তিশালী বিদেশি ফুটবলার নিতে চাইছেন তারা’ও। প্রায়শই জল্পনা বশত এক্ষেত্রে বিভিন্ন বিদেশি ফুটবলারের নাম জড়াচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাবের সাথে, কিন্তু এবার অস্ট্রেলিয়ার তারকা সেন্টার ব‍্যাকের নাম জড়ানোর পর বিষয়টা অন‍্যমাত্রা পেয়েছে।

   

অস্ট্রেলিয়ার বিখ‍্যাত ফুটবল ক্লাব পার্থ গ্লোরি’র যুব দলের হয়ে খেলা এই ফুটবলার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৪০ টির বেশি ম‍্যাচ খেলে ফেলেছে। ২০১৫ সালে এএফসি এশিয়ান কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য তিনি। বর্তমানে বেলজিয়ামের K.V. Kortrijk এর হয়ে খেলা এই ফুটবলার এবছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নামবেন৷

আর এখানেই যতো সমস্যার সূত্রপাত।কারণ কাতারে এবছর নভেম্বর – ডিসেম্বর জুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আর ওই একই সময় আইএসএল চলবে। তাই দেশের দায়িত্ব ছেড়ে সান্সবেরি ভারতে এটিকে মোহনবাগানে খেলতে আসবেন, এমনটা ভাবা বোকামি, বিষয়টি জল্পনা ছাড়া আর কিছুই নয়

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন