Surprising Twist: লাল-হলুদের বদলে কেন নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত হলেন মন্দার?

স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে কার্লোস কুয়াদ্রাতকে। আগামী দুই মরশুমের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন এই স্প্যানিশ কোচ। যা দেখে খুশি সকলেই।

Mandar Tamhane's Unexpected Move: Signs with Northeast United over East Bengal

স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে কার্লোস কুয়াদ্রাতকে। আগামী দুই মরশুমের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন এই স্প্যানিশ কোচ। যা দেখে খুশি সকলেই। একটা সময় এই স্প্যানিশ কোচের হাত ধরেই আইএসএল ট্রফি জিতেছিল বেঙ্গালুরু এফসি।

তবে শুধু কুয়াদ্রাত নন, সুনীল ছেত্রীদের আইএসএল জয়ের ক্ষেত্রে আরেকজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি মন্দার তামহানে। কুয়াদ্রাত এবার ফের ভারতে ফেরার দরুন সিই হিসেবে লাল-হলুদে তার আসার কথা শোনা গিয়েছিল তামহানের। কিন্তু তা হল না।

শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের বদলে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের দায়িত্ব নিলেন বেঙ্গালুরু এফসির এই প্রাক্তন থিঙ্ক ট্যাঙ্ক। বলাবাহুল্য, গত ১০টি বছর সুনীল ছেত্রীদের এই ক্লাবের দায়িত্বে ছিলেন মন্দার। এমনকি তাদের ফেডারেশন কাপ জয় থেকে শুরু করে আইলিগ ও আইএসএল জয়ের ক্ষেত্রে ও গুরু দায়িত্ব পালন করে এসেছেন এই মানুষটি।

কিন্তু তাল কাঁটে চলতি বছরের প্রথম দিকে। বেঙ্গালুরু এফসির দায়িত্ব থেকে হঠাৎ সরে দাঁড়ান তিনি। তবে কুয়াদ্রাতের আসার খবর আসতেই শোনা যেতে থাকে এবার হয়ত কলকাতায় আসবেন বেঙ্গালুরুর এই প্রাক্তন সিইও। তবে না বেছে নিলেন নর্থইস্ট ইউনাইটেডকে।

কিন্তু কেন এই ক্লাব কে বেছে নিলেন মন্দার তামহানে? জানা গিয়েছে, মাসকয়েক আগে নর্থইস্টের তরফ থেকে জানানো হয়, যে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে মন্দারের কাজ নিয়ে তারা যথেষ্ট খুশি। এমনকি তাদের ক্লাবে সব থেকে শক্তিশালী অ্যাকাডেমী গড়ে তোলার লক্ষ্যে তারা মন্দার তামহানে কে দায়িত্ব দিতে চায়। এরপরই রাজি হয়ে যান তামহানে।

তারপর আজ সরকারিভাবে ক্লাবের পেজ থেকে জানিয়ে দেওয়া হয় মন্দারের যোগদানের কথা। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই দলের দায়িত্ব পাওয়ায় আমি খুব উৎসাহিত। নর্থইস্ট ফুটবলের সাফল্য তুলে ধরার জন্য আমি তৈরি।