রাত পোহালেই সুপার কাপের ফাইনাল। এবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ট্রফি জয়ের ম্যাচে নামবে মানোলো মার্কেজের এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটাই এগিয়ে এফসি গোয়া। তাছাড়া নিজেদের ঘরের মাঠে ব্রাইসন ফার্নান্দেজরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গতবার শক্তিশালী জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে এই খেতাব জয় করেছিল গোয়া ব্রিগেড। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে (Sandesh Jhingan) মাঠে পাবে না দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আকাশ সাঙ্গওয়ানের পাশাপাশি বরিস সিংয়ের মতো ফুটবলারদের দিকে ব্যাপক নজর থাকবে সকলের। এছাড়াও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তারকা ফরোয়ার্ড ইকের গ্যারেক্সোনা। গত সেমিফাইনাল ম্যাচের আগে টানেলে তাঁকে লাল কার্ড দেখিয়েছিলেন ম্যাচ রেফারি। যেটা রীতিমতো অবাক করেছিল সকলকে। এই পরিস্থিতিতে জাভিয়ের সিভেরিও টোরোর পাশাপাশি ব্রাইসন ফার্নান্দেজ হতে পারেন মানোলোর তুরুপের তাস।
উল্লেখ্য, গত ম্যাচের পর সাংবাদিকদের তরফে সন্দেশ ঝিঙ্গানের ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কোচ। সেই অনুযায়ী আরও এক মাস সময় লাগতে পারে সন্দেশের ম্যাচফিট হতে। তবে নিজেদের ঘরের মাঠে চেনা সমর্থকদের সামনে লড়াই করা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তোলে যেকোনও দলকে। সেটাই কাজে লাগাতে চাইবেন মানোলো। অপরদিকে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজো। গত সেমিফাইনালে পাঞ্জাব ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখতে হয়েছিল এই স্প্যানিশ কোচকে।
যারফলে এবার বিনো জর্জের তত্ত্বাবধানেই ট্রফি নির্ধারণী ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। ধারে ও ভারে এফসি গোয়ার থেকে কার্যত অনেকটাই পিছিয়ে লাল-হলুদ। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দলের হয়ে দ্বিতীয়বারের জন্য সুপার কাপ জিততে মুখিয়ে সাউল ক্রেসপো থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা।
