অ্যাডভান্টেজ ম্যাচের একাদশে চমক ইস্টবেঙ্গলের! দিমি-রবসন ছাড়াই শুরু বাগানের

super-cup-2025-mohun-bagan-vs-east-bengal-kolkata-derby-playing-11

অপেক্ষা কয়েক মুহূর্তের। তারপরই শুরু সুপার কাপের (Super Cup 2025) হাইভোল্টেজ ডার্বি (Kolkata Derby)। মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs East Bengal)। গত কয়েকদিন আগেই ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল। যেখানে অতিরিক্ত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকার পর টাইব্রেকারে শিল্ড নিশ্চিত করেছিল হোসে মোলিনার ছেলেরা। সেই আমেজ এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। এবার ফের ডার্বি। শুধুমাত্র বড় ম্যাচ নয়। এই ম্যাচের ফলাফলের মধ্যে দিয়েই চূড়ান্ত হবে সেমিফাইনালে স্থানকারী দল।

এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে পারলে অনায়াসেই দল চলে যাবে নক আউটে। ডেম্পো স্পোর্টস ক্লাবের বিপক্ষে পয়েন্ট নষ্ট করার এই ম্যাচ যথেষ্ট চাপে রয়েছে মোহনবাগান। তবুও যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন জেসন কামিংসরাথেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। বলতে গেলে এবার এক জমজমাট ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সকলে। কারণ চেন্নাইয়িনের বিপক্ষে ডেম্পো ড্র করায় সুবিধা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের।

   

Super Cup: কোথায় দেখা যাবে মোহন-ইস্ট মহারন? জানুন

ইস্টবেঙ্গলের ভাগ্য বেশ কিছুটা ঝুলে ছিল ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচে। কিন্তু এই ম্যাচে ১-১ স্কোরলাইন ড্র হওয়ায়, অ্যাডভান্টেজ নিয়ে বাগানের বিপক্ষে লড়াই শুরু করবে মশাল ব্রিগেড। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্ৰুপ শীর্ষে রয়েছে অস্কার ব্রুজোর দল। অন্যদিকে পিছিয়ে নেই সবুজ-মেরুন শিবির। তারাও ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্ৰুপের দ্বিতীয় নম্বরে রয়েছে। তবে গোল গোল পার্থক্যে পিছিয়ে। তাই মোহনবাগানের সামনে আর কোনো হিসেব নেই। শেষ চারে যেতে হলে জিততেই হবে। সেদিক থেকে সুবিধায় রয়েছে ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচে ড্র করেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে কলকাতা ময়দানের এই প্রধান।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ :

মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ :

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন