বেঙ্গালুরু এফসিতেই থাকছেন সুনীল ছেত্রী

Sunil Chhetri Becomes Oldest Hat-Trick Scorer in ISL History

শেষ মরসুমে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ধরাশায়ী হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দান এর অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল গুরপ্রীত সিং সান্ধুরা। যারফলে পরবর্তীতে খুব সহজেই দল স্থান করে নিয়েছিল সুপার সিক্সে।

Advertisements

Also Read | দীর্ঘমেয়াদি চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে আশিক কুরুনিয়ান

   

জয়ের ধারা বজায় থাকার দরুন অনায়াসেই দল চলে গিয়েছিল সেমিফাইনালে। তারপর মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে আসে জয়। দ্বিতীয় লেগে গোয়া দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর গোল বদলে গিয়েছিল সমস্ত কিছু। তারপর ফাইনালের লড়াইয়ের দিকে মুখিয়ে ছিল সকলে। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। একটা সময় এই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মোহনবাগান। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছিল জিন্দালের ফুটবল দলের।

Also Read | বেঙ্গালুরু এফসির এই লেফট ব্যাককে দলে নিতে মরিয়া গোকুলাম কেরালা

Advertisements

সেইসব ভুলে এই নতুন সিজনে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর বেঙ্গালুরু। সেজন্য অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের মধ্যে যে বদল আসতে চলেছে সেই ইঙ্গিত মিলে ছিল আগেই। সেইমতো মাস কয়েক আগেই জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে আলবার্তো নগুয়েরার মত ফুটবলারদের বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট। যা কিছুটা হলেও হতবাক করেছিল সকল সমর্থকদের। তবে সেই ফুটবলারদের রিলিজ করে দেওয়া হলেও মনে করা হচ্ছিল যে এডগার মেন্ডেজের পাশাপাশি রায়ান উইলিয়ামসের মতো ফুটবলারদের হয়তো রেখে দেবে ম্যানেজমেন্ট। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।

তবে নতুন মরসুমে দলের থাকবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী? উল্লেখ্য, এই আইএসএল শুরু হওয়ার আগে থেকেই বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় তারকা। দলকে আইলিগ ও ফেডারেশন কাপ জেতানোর পাশাপাশি পরবর্তীতে সুপার কাপ ও ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সময়ের সাথে বয়স বাড়লেও কমেনি তাঁর দাপট। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। শেষ চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত বেঙ্গালুরু শিবিরের সঙ্গে চুক্তি ছিল সুনীল ছেত্রীর। এই সময়ের মধ্যেই বদলে গিয়েছে অনেক কিছু। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর সকলকে চমকে দিয়ে ফিরে এসেছেন জাতীয় দলে। কিন্তু ক্লাব ফুটবলে কি থাকছেন বেঙ্গালুরুতে ? সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। অবশেষে গত মঙ্গলবার তা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী এবার ও বেঙ্গালুরুর হয়েই খেলবেন ভারতীয় ফুটবলের এই নক্ষত্র।