HomeSports NewsFootballক্লাব ফুটবল নিয়ে 'বিরাট' ঘোষণার পর অবসর নিলেন সুনীল

ক্লাব ফুটবল নিয়ে ‘বিরাট’ ঘোষণার পর অবসর নিলেন সুনীল

- Advertisement -

ভারতীয় ফুটবলের (Indian Football) এক যুগের অবসান ঘটল। দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের পদচারণা এবার ইতিহাসে স্থান করে নিল। সুনীল ছেত্রী (Sunil Chhetri) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় জাতীয় দলের জার্সিতে তার কেরিয়ার শেষ করছেন। তবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) জার্সিতে তিনি এই মরশুমে খেলবেন এবং আঞ্চলিক ফুটবলে আরও কিছু সময় ধরে মাঠ মাতাবেন।

শেষবার মাঠে নামছেন সুনীল ছেত্রী! জানালেন অবসরের ইঙ্গিত

   

ছেত্রী নিজেই জানিয়েছেন, “জাতীয় দলের জার্সি আমার জন্য শেষ হয়ে গিয়েছে। তবে বেঙ্গালুরু এফসির সঙ্গে আমার সম্পর্ক এখনও চলছে। এই মরশুমে ভালো পারফর্ম করতে পারলে পেশাদার ফুটবলেরও ফুলস্টপ দিতে পারি।”

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত রাউন্ডের জন্য বছরের শুরুতে তিনি চমকপ্রদভাবে ফের জাতীয় দলে ফিরে এসেছিলেন। তবে ভারত মহাদেশীয় প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক ফুটবলের কেরিয়ার শেষের সিদ্ধান্ত নিয়েছেন।

ছেত্রী জানিয়েছেন, “আমি শুধু যোগ্যতা অর্জনে সাহায্য করতে ফিরে এসেছিলাম। আর কিছুই ছিল না। যোগ্যতা অর্জন সম্ভব না হলে হয়তো আমি কখনও ফিরতাম না। এখন আমি সিদ্ধান্ত জানিয়েছি এবং কোচ সেটি বুঝেছেন।”

খালিদ জামিলের দায়িত্ব নেওয়ার পর ছেত্রী তাঁর সিদ্ধান্তের কথা জানান। বেঙ্গালুরু এফসিতে আইএসএলে ১৪ গোল করা তাঁর ফর্ম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল তাকে আবারো আন্তর্জাতিক দলে ডাকানোর পেছনে। যদিও পুনরায় ফিরলেও ছয় ম্যাচে মাত্র এক গোল করতে পেরেছিলেন, তবুও ৯৫ গোল নিয়ে তিনি ভারতের হয়ে কেরিয়ার শেষ করলেন।

৪২ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার বলেন, “আমি কোনও অনুশোচনা রাখি না। আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে ব্যর্থতা একটি দুঃখ। তবে আমি সবসময় আমার সেরাটা দিয়েছি।” তিনি আরও যোগ করেন, “এই মরশুমে ১৫ গোল করতে চাই এবং এরপর পেশাদার ফুটবল থেকে অবসর নেব। আমি চাই আমার শেষ ফুটবল বছরগুলো মর্যাদাপূর্ণ হোক।”

সুনীল ছেত্রী শুধু ভারতের নয়, এশিয়ার ফুটবলের ইতিহাসেও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অবসরের ঘোষণা ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত। ফুটবল অনুরাগীরা এখন শুধু তার শেষ মরশুমের খেলা উপভোগ করতে পারবেন এবং কিংবদন্তির খেলার স্মৃতিকে মনে রাখবেন।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular