গত কয়েক সিজনের মতো এবার সাফল্য এসেছে মোহনবাগান সুপার জায়ান্টে। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। তবে সেই হতাশা ভুলে পরবর্তীতে আইএফএ শিল্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেটাই হয় শেষ পর্যন্ত। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলকে পরাজিত করে এই ঐতিহ্যবাহী খেতাব ঘরে তোলে মোহনবাগান। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছিল বাগান শিবিরে। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় থাকেনি সুপার কাপে।
দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট শুরু করলেও গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে আটকে যেতে হয়েছিল দুর্বল ইস্টবেঙ্গলের কাছে। অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। শেষ পর্যন্ত গোল পার্থক্যের দরুন সেমিফাইনালে চলে যায় ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্ৰুপ পর্বের পরেই ছিটকে যায় মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা সমর্থকদের কাছে। পরবর্তী টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য সকলের। কিন্তু কবে শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
এসবের মাঝেই এবার তিন মাসের কন্যা সহ নিজের পরিবারের সঙ্গে নেটমাধ্যমে ছবি পোস্ট করলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু)9Subhasish Bose)। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা। যেখানে নিজের কন্যা সন্তানকে কোলে নিতে দেখা যায় সবুজ-মেরুনের এই দাপুটে ডিফেন্ডারকে। এছাড়াও তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রীর হাতে দেখা যায় লাল রঙের বিশেষ কেক।
পাশাপাশি তিনি লেখেন, ‘বাবা-মা হওয়ার ৩ মাস, নির্মল আনন্দ, শান্তি এবং উদ্দেশ্য কেবল তুমি। আমাদের জীবনে এমন আলো এনেছ যা ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। আমরা তোমাকে অসীম ভালোবাসি, আমাদের ছোট্ট রাজকন্যা।’
