East Bengal FC: বেঙ্গালুরু ছাড়ছেন এই তারকা ফুটবলার, নিতে চাইবে ইস্টবেঙ্গল?

গোটা একটা দশক বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন এই তারকা ফুটবলার। দলের বহু উত্থান ও পতনের সাক্ষী ছিলেন তিনি। জিতেছেন বহু ট্রফি। তবে এখন সেসব অতীত।…

udanta singh

গোটা একটা দশক বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন এই তারকা ফুটবলার। দলের বহু উত্থান ও পতনের সাক্ষী ছিলেন তিনি। জিতেছেন বহু ট্রফি। তবে এখন সেসব অতীত। এত বছরের সম্পর্কের ভাঙন ধরিয়া এবার বেঙ্গালুরু এফসি ছাড়তে চলেছেন উদান্তা সিং। আসলে একটা সময় দলের জার্সিতে সাফল্য পেলেও শেষ কিছু মরশুম ধরে একেবারেই ছন্দে ছিলেন না উদান্তা। যার ফলস্বরূপ এবার তাকে দল থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল সাইমনের বেঙ্গালুরু। গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় সেই কথা। টুইট করে বলা হয়, উদান্তার বাদ পড়ার কথা।

একটা সময় টাটা ফুটবল অ্যাকাডেমির হাত ধরে আত্মপ্রকাশ করেন এই তারকা। এরপর সোজা বেঙ্গালুরু এফসি। সেখানে আলবার্তো রোকা থেকে শুরু করে কার্লোস কুয়াদ্রাত ,ওয়েস্ট উড থেকে এখনকার সাইমন। এক কথায় বলতে গেলে বেঙ্গালুরু দলের উন্নতির অন্যতম কান্ডারি থেকেছেন তিনি।

   

এখনকার হিরো ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে পূর্বে সুপার কাপ, ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ এমনকি হিরো আইলিগের মতো টুর্নামেন্ট জেতার নজির ও রয়েছে এই মনিপুরী তারকার। তবে শেষ কয়েকটি মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। কোচের তরফে বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী তাকে খেলানো হলেও খুব একটা সফল হতে পারেননি উদান্তা। সেখান থেকেই এবার বিচ্ছেদ।

অন্যদিকে আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। একটা সময় তার হাত ধরেই আইএসএল জিতেছিল বেঙ্গালুরু। এমনকি তাদের ফেডারেশন কাপ জয়ের ও অন্যতম চালক ছিলেন এই স্প্যানিশ কোচ। তার সাথে ও দলে খেলেছিলেন উদান্তা। এবার কি নিজের পুরোনো ছাত্রকেই ফেরাবেন কুয়াদ্রাত? এখন সেটাই দেখার।