পঞ্জাবের এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়ে দিল শ্রীনিধি

sreenidi-deccan-extends-gurmukh-singh-contract-i-league-2025-punjab-defender

আগের মরসুমে দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে আইলিগ শুরু করতে চেয়েছিল শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan FC)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেখানেও ধাক্কা খেতে হয়েছিল বারংবার। তবে সেই হতাশা কাটিয়ে নিজেদের সেরাটা উজাড় করার চ্যালেঞ্জ সকলের। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল শ্রীনিধি (Sreenidi Deccan FC)। তারপর সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করেছিল আইলিগের এই দল। সেটা নিঃসন্দেহে চমক ছিল সকলের কাছেই।

Advertisements

এক্ষেত্রে নতুন সিজনের জন্য প্রতিপক্ষ দলগুলির ঘর ভেঙে একের পর এক খেলোয়াড়দের ছিনিয়ে নিতে শুরু করেছিল হায়দরাবাদের এই দল। যার মধ্যে গত কয়েক মাসে পাহাড়ের আইলিগ জয়ী দল তথা আইজল এফসির থেকে একাধিক ফুটবলারদের ছিনিয়ে নিয়েছিল এই ক্লাব। যেটা বিরাট বড় চমক ছিল দল বদলের বাজারে। কিন্তু সেখানে শেষ হয়নি সমস্ত কিছু। আগের সিজনের তৃতীয় স্থান অধিকারী দল তথা রিয়াল কাশ্মীর থেকে রক্ষণভাগের এক ফুটবলারকে ও ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। তবে শুধুমাত্র নতুন ফুটবলার চূড়ান্ত করাই নয়। দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বৃদ্ধির পরিকল্পনা ছিল হায়দরাবাদের এই ক্লাবের।

   

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ডেভিড কাস্তানেদার নাম। উল্লেখ্য, গত ২০২১ সাল থেকেই এই ফুটবল ক্লাবের হয়ে আইলিগ খেলে আসছেন কলম্বিয়ার বছর তিরিশের এই সেন্টার ফরোয়ার্ড। হিসেব অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল আইলিগের এই ফুটবল দলের। তবে এবার সেটা আরও কিছুটা বাড়িয়ে নিয়েছে ম্যানেজমেন্ট। যারফলে আগামী ২০২৭ সাল পর্যন্ত এই দলের হয়েই খেলবেন ডেভিড। এবার এক ভারতীয় ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল আইলিগের ক্লাবটি। তিনি গুরুমুখ সিং। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে শ্রীনিধি (Sreenidi Deccan FC)।

Advertisements

একটা সময় ইস্টবেঙ্গলের যুব দল থেকে উঠে এসেছিলেন এই পাঞ্জাবী ফুটবলার। পরবর্তীতে রাজস্থান ইউনাইটেড সহ চেন্নাইয়িন এফসির মতো একাধিক দলের হয়ে খেলে গত সিজনে যোগদান করেছিলেন হায়দরাবাদের এই ফুটবল দলে। আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর উপরেই ভরসা রাখল আইলিগের ক্লাবটি।