World Cup: বিশ্বকাপ ফাইনাল জিতবে কোন দল? ভবিষৎবাণী করল এই প্রাণী

রবিরাতে লুসেইল স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপ (World Cup) দখলের শেষ লড়াইয়ে সাক্ষাৎ হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হুগো লরিসের ফ্রান্সের। বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের এই মুহূর্তে…

Which team will win the World Cup final

রবিরাতে লুসেইল স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপ (World Cup) দখলের শেষ লড়াইয়ে সাক্ষাৎ হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হুগো লরিসের ফ্রান্সের। বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের এই মুহূর্তে একটাই প্রশ্ন কাতার বিশ্বকাপের ট্রফিটা উঠবে কার হাতে? মেসির আর্জেন্টিনায়? নাকি টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। যে দলই জিতুক না কেন, এটি তাদের তৃতীয় বিশ্বকাপ জয় হতে চলেছে। লেস ব্লুজ সমর্থকরা যেমন চাইছেন এমবাপেরা জিতুক, তেমনই মেসি ভক্তরা মনে প্রাণে চাইছেন সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরুক লিওনেল স্কালোনির শিষ্যরা।

পুরো বিশ্বকাপ জুড়ে বিভিন্ন দেশের সমর্থকরা একাধিক অনুমান করেছেন। জানা গিয়েছে বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণীর কথাও। মিলেছেও বেশ কিছু ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপের মেগা ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী কম হয়নি। কারও মতে এ বার কাপ নিশ্চিত মেসির, তো কেউ এগিয়ে রাখছেন এমবাপেদের। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবং টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন প্রাণীও ভবিষ্যদ্বাণী করেছে।

   

প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। ২০১০ সালের বিশ্বকাপে পল দ্য অক্টোপাস শিরোনামে এসেছিল। ফুটবলপ্রেমীদের এই নাম ভোলার কথা নয়। সেই তখন থেকে ফুটবল বিশ্বকাপ এলেই সকলের মনে পড়ে পল দ্য অক্টোপাসকে। বিড়াল, জিরাফ, তিমি, বাঁদর, কুকুর এবং আরও অনেক প্রাণী পলের জায়গা নেওয়ার দৌড়ে ছিল। কেউই সফল হয়নি।

Advertisements

চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড জিতবে নাকি ফ্রান্স, তার ভবিষ্যদ্বাণী করেছিল এক সিংহ। থাইল্যান্ডের খোন খায়েনের চিড়িয়াখানার ওই সিংহ বেছেছিল ফ্রান্সকে। আর সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতেছিল ফ্রান্স। ফলে এই সিংহের ভবিষ্যদ্বাণী যে মিলেছিল, তা প্রমাণ হয়েছে। ওই সিং ছাড়াও এ বারও রয়েছে আর এক প্রাণী। বাজপাখি নেয়ার। কাতার বিশ্বকাপে নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে সে বেছেছিল ইকুয়েডরকে। আয়োজক কাতারকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ইকুয়েডর। এ বার দেখার ফাইনালের জন্য বেশির ভাগ প্রাণীর করা ভবিষ্যদ্বাণী মেলে কিনা।