Qatar WC: নেইমারের জাদু বনাম কোরিয়ান গতির লড়াই, কাতার কাঁপছে উত্তেজনায়

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: চোট সারিয়ে মাঠে নামছেন ব্রাজিলের (Brazil) সেরা ফুটবলার (Neymar) নেইমার। তিনি কি পুরো শক্তি দেখাতে পারবেন? এও এক দেখার বিষয়। নেইমার…

Qatar WC Neymar's magic vs Korea's storming attack has Qatar buzzing with excitement

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: চোট সারিয়ে মাঠে নামছেন ব্রাজিলের (Brazil) সেরা ফুটবলার (Neymar) নেইমার। তিনি কি পুরো শক্তি দেখাতে পারবেন? এও এক দেখার বিষয়। নেইমার ফিরতেই ব্রাজিল শিবির চাঙ্গা। ব্রাজিল সমর্থকদের বিরাট ঝলক তো আছেই। এই ঝলক নে়ইমারের জাদু দেখতে মুখিয়ে আছে।

দেশের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অসুস্থ পেলে। তিনি কোলন ক্যানসারে চিকিৎসাধীন। দুদিন আগেই সংকটজনক ছিলেন কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে। তবে এখন তিনি খানিকটা সুস্থ। পেলের অসুস্থতায় কাতার বিশ্বকাপের আসরে নেমেছিল উদ্বেগ। খোদ পেলের শুভেচ্ছা জানান কাতারবাসীকে।

এশিয়ার চ্যালেঞ্জ থাকবে কি থাকবে না সেটা সোম-মঙ্গলের রাতেই নির্দিষ্ট হয়ে যাবে। জাপান ও দক্ষিণ কোরিয়ার জোড়া হামলার রাত। তবে দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলের লড়াই দেখতে মু়খিয়ে আছেন কাতারি ও পুরো এশিয়াবাসী। মধ্যরাতে ব্রাজিলের সামনে লাল নিনজা দক্ষিণ কোরিয়া।

পাঁচ বারের বিশ্বসেরা ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া কঠিন বাধা হয়ে এসেছে। বিশ্বকাপে এবার লাল নিনজাদের তীব্র গতির খেলায় মুগ্ধ দর্শকরা। দক্ষিণ কোরিয়া টানা কয়েকবার এশিয়া থেকে বিশ্বকাপের আসরে হাজির হচ্ছে। ২০০২ সালের বিশ্বকাপে চতুর্থ হয়েছিল তারা। এবার তারা চমকের পর চমক তৈরি করেছে।

গত কয়েকদিন ধরেই দোহা শহরের সর্বত্র আলোচনা দক্ষিণ কোরিয়ার দুরন্ত আক্রমণে গিয়ে গোল করার মুহূর্তগুলো। প্রতিবেশি দেশগুলো থেকে়ও কাতারে কাতারে কোরিয়ানরা আসছেন দোহা শহরে। আর আছেন বিপুল সংখ্যায় ব্রাজিল সমর্থকরা।