সুপার সেমিতে মানোলোর গোয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ মুম্বাই সিটির!

mumbai-city-fc-vs-fc-goa-super-cup-semifinal-preview-2025

বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিফাইনালে (Super Cup 2025 Semifinal) এবার মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তবে লড়াইটা খুব একটা সহজ ছিল না। এদিন ম্যাচের আগে থেকেই যথেষ্ট অ্যাডভান্টেজে ছিল ডেভিড কাতলার দলটি। আসলে টানা দুইটি ম্যাচ জেতার ফলে এদিন কার্যত ড্র করলেই পরের রাউন্ডে চলে যেতে নোয়া সাদাউরা। অন্যদিকে, স্পোর্টিং ক্লাব দিল্লিকে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচেই রাজস্থান ইউনাইটেডের কাছে আটকে গিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। স্বাভাবিকভাবেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা হলেও কঠিন ছিল তাঁদের জন্য।

Advertisements

স্বাভাবিকভাবেই আজ প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছিল লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করেছিল জর্জ পেরেইরা দিয়াজরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল রনবীর কাপুরের এই ফুটবল দলের। যালফলে প্রথমার্ধের শেষে বজায় ছিল অমীমাংসিত ফলাফল। তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণে উঠে এসেছিল মুম্বাই সিটি এফসি। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল টিয়াগো আলভেস থেকে শুরু করে কোরো সিংদের।

   

সময় এগোনোর সাথে সাথেই আক্রমণ প্রতিআক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে এক মুহুর্তের অসাবধানতা বদলে দেয় সমস্ত কিছু। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় ফ্রেডি লালাওমাওমার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বাই সিটি। তারপর অতিরিক্ত সময় পর্যন্ত বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললে ও গোলের মুখ খুলতে পারেনি কেরালা। যারফলে শেষ পর্যন্ত সেমিফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে ফেলে মুম্বাই ব্রিগেড। তবে সামনে এবার আরও কঠিন লড়াই। আগামী ৪ঠা ডিসেম্বর গোয়ার জওহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে নামবে মুম্বাই শিবির।

Advertisements

যেখানে লড়াই করতে হবে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়ার সঙ্গে। ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে বোরহা হেরেরার মতো ফুটবলারদের আটকানো যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন ক্র্যাটকি‌। তবে এই ম্যাচের আগে বেশ কিছুটা সময় রয়েছে তাঁদের হাতে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার কথা মাথায় রেখেই এবার নিজেদের তৈরি করার লক্ষ্য থাকবে মুম্বাই সিটির ফুটবলারদের।

  • সেমিফাইনাল তথ্য এক নজরে:
  • 📍 স্থান: জওহরলাল নেহেরু স্টেডিয়াম, ফতোরদা
  • 📅 তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫
  • 🕖 সময়: রাত ৭:৩০ (ভারতীয় সময়)
  • 🏆 ম্যাচ: মুম্বাই সিটি এফসি বনাম এফসি গোয়া