Mohunbagan SG: মোহনবাগান তারকা ফুটবলারকে ভাঙিয়ে নিতে চাইছে কেরালা

বর্তমানে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে টেনে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান (Mohunbagan SG), ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। সকলেই…

Subhashis Bose, Mohunbagan SG Footballer, Eyes Move to Kerala Blasters

বর্তমানে দলবদলের বাজারে সকলেই চাইছে নিজেদের পছন্দের ফুটবলারকে দলে টেনে আনতে। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মোহনবাগান (Mohunbagan SG), ইমামি ইস্টবেঙ্গল হোক কিংবা ওডিশা। সকলেই রয়েছে এই লড়াইয়ে। খুব পিছিয়ে নেই ইভান ভুকোমানোভিচের কেরালা। সময় যতো এগোচ্ছে দেশের একের পর এক তারকা ফুটবলারকে প্রস্তাব পাঠাতে শুরু করেছে এই ক্লাবটি। গত কয়েকদিন আগেই তাদের মধ্যে বেঙ্গালুরু এফসির তারকা ফুটবলার প্রবীর দাস কে চূড়ান্ত করেছিল কেরালা। যা নিঃসন্দেহে বড়সড় চমক দলবদলের বাজারে। তবে সেখানেই শেষ নয়। এবার তাদের নজর সবুজ-মেরুনের এক তারকা ফুটবলারের দিকে।

আরও পড়ুন: Mohun Bagan SG: চেন্নাইনের এই তারকা ফুটবলারকে নিতে ঝাপাচ্ছে মোহনবাগান

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিশেষ সূত্র মারফত খবর, বিগত কয়েকদিন ধরেই নাকি মোহনবাগান সুপারজায়ান্টস দলের লেফটব্যাক শুভাশিস বোসের দিকে নজর রাখছে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট। এমনকি তার সাথে একপ্রস্থ কথা ও নাকি বলা হয়ে গিয়েছে। সূত্র কথাবার্তা ও নাকি যথেষ্ট ইতিবাচক। তাই আগামী যেকোনো দিনে আলোচনার মাধ্যমে তাকে চূড়ান্ত করতেই পারে আদ্রিয়ান লুনার এই ক্লাব।

আরও পড়ুন: NextGen Cup: ফের ধাক্কা, এবার বেঙ্গালুরুর কাছে আটকে গেল মোহনবাগান

তা সঠিক হলে আগামী মরশুমে ফের একই দলে খেলতে পারেন শুভাশিস বোস ও প্রবীর দাস। উল্লেখ্য, গত মরশুমে বেঙ্গালুরু এফসিতে সই করার আগে পর্যন্ত সবুজ-মেরুন জার্সিতে মাঠে খেলেছেন এই দুই বাঙালি ফুটবলার। তাই আগামী মরশুমে ফের দেখা যেতে পারে সেই পুরোনো ছবি।

আরও পড়ুন: ATK Mohun Bagan: মোহনবাগানের পতাকা কিংবা স্কাফ নিয়ে ঢোকা যাবে না ইডেনে, কিন্তু কেন?

বলাবাহুল্য, আগামী মরশুমের কথা ভাবে হায়দরাবাদ এফসি থেকে ইতিমধ্যেই আকাশ মিশ্রাকে চূড়ান্ত করেছে সবুজ-মেরুন। যতদূর জানা গিয়েছে, আগামী একটি মরশুম মোহনবাগানের হয়ে লোনে খেলার পর, পরবর্তীতে দলের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন এই তারকা ফুটবলার। সেক্ষেত্রে শুভাশিসের সুযোগ পাওয়া নিয়ে দেখা দিতে পারে ধোঁয়াশা। তবে মোহনবাগানের তরফে এই তারকা ফুটবলার কে এখনো ছাড়ার ব্যাপারে কিছু জানানো না হলেও আগামী মরশুমে মোহনবাগানে থাকার সম্ভাবনা কম এই বাঙালি তারকার।