টিকিটের ব্যবস্থা সুপার কাপের ডার্বিতে, কাদের জন্য কোন স্ট্যান্ড?

Where to Buy Calcutta Football League Derby Tickets Online in 2025

রাত পোহালেই সুপার কাপের হাইভোল্টেজ ডার্বি (Super Cup 2025 Derby)। যেখানে মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs East Bengal )। গত কয়েকদিন আগেই ঐতিহাসিক আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল। যেখানে অতিরিক্ত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকার পর টাইব্রেকারে শিল্ড নিশ্চিত করেছিল হোসে মোলিনার ছেলেরা। সেই আমেজ এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। এবার ফের ডার্বি। শুধুমাত্র বড় ম্যাচ নয়। এই ম্যাচের ফলাফলের মধ্যে দিয়েই হয়তো চূড়ান্ত হয়ে যা সেমিফাইনালে স্থানকারী দল।

Advertisements

এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করতে পারলে অনায়াসেই দল চলে যাবে নক আউটে। ডেম্পো স্পোর্টস ক্লাবের বিপক্ষে পয়েন্ট নষ্ট করার দরুন এই ম্যাচ যথেষ্ট কঠিন হলেও চাপে থাকা মোহনবাগান যে কতটা ভয়ানক হতে পারে তাঁর সাক্ষী সকলেই। তাই যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। বলতে গেলে এবার এক জমজমাট ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সকলে। তবে সুপার কাপের অন্যান্য ম্যাচগুলিতে সমর্থকদের জন্য বিনামূল্যে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকলেও ডার্বি ম্যাচে তা একেবারেই নেই।

   

বিশেষ টিকিট সংগ্রহের মধ্য দিয়ে এই ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। এক্ষেত্রে মাথা পিছু ১০০ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। এই টিকিটের মধ্য দিয়ে স্টেডিয়ামের নর্থ, সাউথ এবং ইস্ট স্ট্যান্ডে বসার সুবিধা থাকবে সমর্থকদের কাছে। জানা গিয়েছে, সবুজ-মেরুন সমর্থকদের জন্য নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য রয়েছে সাউথ স্ট্যান্ড। এছাড়াও সাধারন ফুটবল অনুরাগীদের জন্য রয়েছে ইস্ট স্ট্যান্ড।

Advertisements

কলকাতার বুকে এই ডার্বি ম্যাচ আয়োজিত না হলেও ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের উন্মাদনায় অনায়াসেই মাঠে ভিড় জমাতে পারে ভারতবর্ষের যেকোন ক্ষেত্রে। সেটা বলাই চলে।