HomeSports NewsFootballআইএসএলের অনিশ্চয়তার মধ্যে অনির্দিষ্টকালের জন্য 'বনধ' বাগানের অনুশীলন

আইএসএলের অনিশ্চয়তার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ‘বনধ’ বাগানের অনুশীলন

- Advertisement -

ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ এখন কার্যত অন্ধকারে। শুক্রবার বিড জমা দেওয়ার শেষ দিনে কোনো সংস্থা, এমনকি ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ও টেন্ডারে অংশ নেয়নি। এর ফলে লিগের সব ক্লাব অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষের সিদ্ধান্তে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন অনির্দিষ্টকালের জন্যবন্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

মোহনবাগানের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, লিগের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা না আসা পর্যন্ত অনুশীলন স্থগিত রাখা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো প্রস্তুতি কার্যক্রম শুরু হবে না। বর্তমানে খেলোয়াড়রা ছুটিতে থাকলেও অনিশ্চয়তার কারণে সমর্থকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

   

শনির দৃষ্টিতে ভারতীয় ফুটবল! অনিশ্চিয়তার মুখে দেশের শীর্ষ লিগ

ফেডারেশনের টেন্ডার কমিটি ৫ নভেম্বর বিড জমার শেষ সময়সীমা নির্ধারণ করেছিল। পরে একাধিক সংস্থার অনুরোধে তা ৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। যদিও শেষ মুহূর্তে আশা ছিল যে FSDL বা অন্য কোনো সংস্থা বিড দেবে, শুক্রবার পর্যন্ত কোনো আগ্রহ দেখা যায়নি।

সূত্রের খবর, FSDL বিড জমার আগে প্রায় ২০০টি প্রশ্ন পাঠিয়েছিল ফেডারেশনের কাছে। কিন্তু আর্থিক দায়বদ্ধতা এবং অবনমন প্রথা সংক্রান্ত মতভেদের কারণে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। বিশেষ করে প্রতি বছর ৩৭.৫ কোটি টাকা দেওয়ার শর্ত এবং ‘চ্যাম্পিয়নশিপ ও রেলিগেশন’ বাধ্যতামূলক থাকার বিষয়টি দুই পক্ষের মধ্যে জটিলতা তৈরি করেছে।

মোহনবাগানের এই সিদ্ধান্তকে সমর্থকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। অনুশীলন বন্ধ থাকায় খেলোয়াড়রা ছুটিতে থাকলেও, ভবিষ্যৎ নিয়ে সবুজ-মেরুন জনতার মনে উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যে কিছু খেলোয়াড় যেমন জেমি ম্যাকলারেন, কিংবা জেসন কামিংস ব্যক্তিগত ভ্রমণে গিয়েছেন।

আইএসএল নিয়ে অনিশ্চয়তা এবং মোহনবাগানের অনুশীলন বন্ধ থাকার খবর, ভারতীয় ফুটবলের ভক্তদের মনে চিন্তার ছায়া ফেলে দিয়েছে। ফুটবল প্রেমীদের আশা এখন কেবল ফেডারেশনের সিদ্ধান্ত এবং লিগের ভবিষ্যৎ স্পষ্টতার দিকে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular