সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপের হতাশার পর ঐতিহাসিক আইএফএ শিল্ডে চূড়ান্ত সাফল্য পেয়েছে দল। গ্ৰুপ পর্বে গোকুলাম কেরালা এফসির পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মতো শক্তিশালী দলকে টেক্কা দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকার পর টাইব্রেকারের মধ্যে দিয়ে ঘটেছিল ম্যাচের নিষ্পত্তি। সেখানে শেষ হাসি হেসেছিল মোহনবাগান (Mohun Bagan)। যারফলে প্রায় বাইশ বছরের অপেক্ষার পর শিল্ড এসেছে সবুজ-মেরুনে।
সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার সেই ধারা বজায় রেখেই সুপার কাপ জিততে মরিয়া বাগান ব্রিগেড (Mohun Bagan)। গত কয়েকদিন আগেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছিল জেসন কামিংসরা। যারফলে তিন পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে রয়েছে ময়দানের এই প্রধান। মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে দুর্বল ডেম্পো স্পোর্টস ক্লাবের সঙ্গে। সেই ম্যাচের আগে দলের অনুশীলনে যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের।
তবে গোয়ার অনুশীলন মাঠ নিয়ে খুব একটা খুশি ছিলেন না বাগান (Mohun Bagan) কোচ হোসে মোলিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আবহাওয়াটা আমাদের হাতে নেই ঠিকই। কিন্তু এখানে অনুশীলন মাঠের অবস্থা ভয়ানক। এই মাঠে অনুশীলন করা কঠিন। তবুও আমি কোনও অভিযোগ করতে চাই না। ছেলেরা নিজেদের সেরাটা দিতে চাইবে।’ বলাবাহুল্য, এবারের এই সুপার কাপের শুরু থেকেই মাঠ ও মাঠের আশেপাশের পরিস্থিতি যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে সকলকে। এক মুহূর্তে অসাবধানতা যে বিরাট বড় বিপদ ডেকে আনতে পারে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ক্ষোভ উগড়ে দেওয়াই স্বাভাবিক, সেটা বলাই চলে।
মোহনবাগান সুপার জায়ান্টের একাদশ:
Lined up and ready for #MBSGDSC at Fatorda ⚽✨#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #AIFFSuperCup pic.twitter.com/7b8GHblOGf
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 28, 2025


