IFA Shield: শ্রীভুমির কাছে হেরে আইএফএ’র দিকে আঙুল সাদা-কালো কর্তার

বৃহস্পতিবার মহিলা আইএফএ শিল্ডের (IFA Shield) প্রথম ম্যাচে শ্রীভুমি ক্লাবের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। অনেক আশা নিয়ে মাঠে নামলে ও ফলাফল সেই তথৈবচ।

Mohammedan Sporting manager Belal Ahmed Khan

বৃহস্পতিবার মহিলা আইএফএ শিল্ডের (IFA Shield) প্রথম ম্যাচে শ্রীভুমি ক্লাবের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং। অনেক আশা নিয়ে মাঠে নামলে ও ফলাফল সেই তথৈবচ। নির্ধারিত নব্বই মিনিটের শেষে ৬-০ গোলে পরাজিত হয় কলকাতার এই প্রধান। যা এক কথায় বিরাট হতাশাজনক। আজকের ফলাফল কিছুতেই মেনে নিতে পারছেন না মহামেডান কর্তারা। তাদের অভিযোগের আঙুল আইএফএ’র উদাসীনতার দিকে। কিন্তু কেন?

এক্ষেত্রে আজ শিল্ডের ম্যাচের শেষে মহামেডান স্পোর্টিং কর্তা বিলাল খান বলেন, এবারের এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন পদ্ধতি সঠিকভাবে সম্পন্ন হয়নি। যারফলে, বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলার তুলে এনে দল নামিয়েছে প্রতিপক্ষ ক্লাব। তবে সেখানেই শেষ নয় তিনি আরও বলেন, আইএফএ শিল্ডের মতো এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কে কার্যত খেপের টুর্নামেন্ট বানিয়ে ফেলেছে আইএফএ। তারপর থেকেই রীতিমতো বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ফুটবল মহলে।

   

বলাবাহুল্য, আজ প্রবল আত্মবিশ্বাসের সাথে খেলা শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু তা বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় মহামেডানের জালে বল জড়িয়ে দেন শ্রীভুমি দলের ফুটবলার সর্জিদা খাতুন। তারপর বারংবার আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তুললে ও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মহামেডান দল। যারফলে, প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে শ্রীভুমি দল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ বাড়ালে ও সমতায় ফেরা সম্ভব হয়নি মহামেডানের পক্ষে। বরং আরও ৫টি গোল খেয়ে মাঠ ছাড়তে হয় তাদের।