কলকাতা লিগে ডার্বি ম্যাচের আগে দুরন্ত জয় পেল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। শুক্রবার, কল্যাণী স্টেডিয়ামে সাদা কালো ব্রিগেড ৩-০ গোলে উড়িয়ে দেয় খিদিরপুর স্পোটিং ক্লাবকে। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল মহামেডান ক্যাপ্টেন মার্কাস জোসেফের। পরের দুটো গোল প্রীতমের ৮৯,৯৩ মিনিটে।
প্রতীমের জোড়া গোল সঙ্গে মার্কাসের ধারাবাহিক পারফরম্যান্স ১ নভেম্বর কলকাতা লিগে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে,মহামেডান এসসি ডার্বি ম্যাচের পারদ আরও চড়িয়ে দিলো।
খেলার প্রথমার্ধ গোলশূন্য স্কোরলাইন থাকলেও, আগাগোড়া ম্যাচের রাশ সাদা কালো ব্রিগেড নিজেদের হাতে ধরে রেখেছিল।কিন্তু খিদিরপুর এসসির ডিফেন্স লাইন আটোসাটো থাকায় মিলান সিংরা ওই বর্জ্র আঁটুনি ভেদ করতে পারেনি। আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই ৫৮ মিনিটে পেনাল্টি অর্ডার রেফারি সুরজিৎ দাসের।
মার্কাসের পেনাল্টি থেকে ওই গোল খিদিরপুর দলের ডিফেন্স লাইনের মোটিভেশন গুড়িয়ে দেয়।ম্যাচ শেষে মহামেডান হেডকোচ আন্দ্রে চেরনশিভের প্রাথমিক প্রতিক্রিয়া, “টিমের পারফরম্যান্স আমরা খুশি।আমি দলের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমাদের ফোকাস এখন কলকাতা ডার্বি ম্যাচ।” এই জয়ের ফলে মহামেডান সামনে ব্যাক টু ব্যাক কলকাতা লিগ জয়ের সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে।