
কলকাতা যেন উৎসবে মেতেছে। কারণ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবলের ইতিহাসের সেরা নক্ষত্র যখন শহরে পা রাখতে চলেছেন। তখন উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। ২০১১ সালের পর ফের ভারতে আসছেন তিনি, তবে এবার তাঁর আগমন আরও বিশেষ কারণ তিনি এখন বিশ্বকাপজয়ী মেসি।
মেসির খোঁজে বাগানের এই দুই বিদেশি, প্রাক্তন ছাত্রকে নিয়ে চুপ গুরু লোবেরা
১২ ডিসেম্বর রাত একটা নাগাদ (ক্যালেন্ডার অনুযায়ী ১৩ ডিসেম্বর) কলকাতার মাটিতে নামবেন ফুটবল জাদুকর। এরপর তাঁর সূচি এতটাই ব্যস্ত যে শহর যেন নিঃশ্বাস আটকে তাঁর প্রতিটি পদক্ষেপ দেখার অপেক্ষায়।
১৩ ডিসেম্বর কলকাতায় মেসির মূল ইভেন্ট
সকাল সাড়ে ৯টায় হোটেলে স্পনসরদের সঙ্গে বিশেষ অনুষ্ঠান। সকাল ১০টা নাগাদ রওনা যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশে। যুবভারতীতে অনুষ্ঠিত হবে মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ, মাঠে বসেই দেখবেন মেসি। ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের সঙ্গে আলাপচারিতা। এরপর হোটেল থেকে ভার্চুয়ালি উন্মোচন করবেন ৭০ ফিট উঁচু মেসির মূর্তি। দুপুরের মধ্যেই উড়ে যাবেন হায়দরাবাদের উদ্দেশে।
এরপর ১৪ ডিসেম্বর মুম্বই এবং ১৫ ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন ইভেন্টে যোগ দেবেন তিনি। সফরে শাহরুখ খান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।
টিকিট না পেলেও মন খারাপ করবেন না! কোথায় দেখবেন মেসি?
অসংখ্য মানুষ টিকিটের অভাবে স্টেডিয়ামে যেতে না পারলেও, বড় সুখবর হল মেসির গোটা সফর ঘরে বসেই উপভোগ করা সম্ভব।
✔ Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ দেখা যাবে মেসির কলকাতা সফর। তবে এর জন্য আপনার সোনি লিভ সাবস্ক্রিপশন থাকতে হবে।
✔ GOAT India Tour 2025 নির্বাচিত অনুষ্ঠান সম্প্রচার করবে—
প্রসার ভারতী ইউটিউব চ্যানেল
ডিডি স্পোর্টস টিভি চ্যানেল
কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে যুবভারতী ক্রীড়াঙ্গন, সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের রাস্তায় মেসির পোস্টার, ফুটবলপ্রেমীদের গান, পতাকা আর আলোয় ভেসে উঠছে আর্জেন্টাইন রঙের আবেশ। অনেকেরই ভাষ্য, জীবনে একবার মেসিকে সরাসরি দেখাই সবচেয়ে বড় প্রাপ্তি। ফুটবলপ্রেমী শহর কলকাতা যেন আজ আবার বিশ্বমানের ফুটবল রাজধানীতে পরিণত হয়েছে। আর কয়েক ঘণ্টা, তারপরই স্বপ্নের মানুষকে দেখবে ভারত। মেসি-ম্যাজিকের অপেক্ষায় গোটা বাংলা।










