HomeSports NewsFootballস্থগিত হচ্ছে মেসির ভারত সফর? রিপোর্ট দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্থগিত হচ্ছে মেসির ভারত সফর? রিপোর্ট দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

- Advertisement -

আন্তর্জাতিক ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ, যদিও সাম্প্রতিক সময়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল দল ও লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফর ঘিরে। বিশেষ করে কেরলের কোচিতে অনুষ্ঠিতব্য ম্যাচ নিয়ে একদিকে যেমন জল্পনা তুঙ্গে, তেমনি প্রধান স্পনসরদের পক্ষ থেকে রয়েছে দৃঢ় আশ্বাস।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম TYC Sports সহ বেশ কয়েকটি সূত্র ইঙ্গিত দিয়েছে যে, নভেম্বর মাসের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। তাদের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি ভারতের বদলে কোনো আফ্রিকান দেশে স্থানান্তরিত হতে পারে। এই খবরে ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

   

তবে, ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ম্যাচটি পূর্বনির্ধারিত সময় ও স্থান অনুযায়ীই হবে। রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি (RBC) প্রাইভেট লিমিটেড, যাঁরা ম্যাচের মূল স্পনসর, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (Argentina vs Australia) ম্যাচ।

Lionel Messi said heartfull message ahead of last competitive match in Argentina vs Venezuela

RBC ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন বলেন, “আমরা গত কয়েক মাস ধরে লিওনেল মেসি (Lionel Messi) এবং তার দলকে কেরলে আনার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি। ম্যাচটি ১৭ নভেম্বর কোচিতেই হবে। মেসির কেরলে আগমন ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক গৌরবময় অধ্যায় হবে।”

অন্তো আরও বলেন, “আমি জানি কিছু রিপোর্টে বলা হয়েছে, ম্যাচটি আফ্রিকায় হবে। কিন্তু আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটি গুজব। মেসি খেলবেন এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলই ভারতে আসছে।”

এই পরিস্থিতির মধ্যে আরও বিভ্রান্তি ছড়ায় ‘All About Argentina’ নামের এক্স হ্যান্ডেলের(X) একটি অ্যাকাউন্ট থেকে। তারা দাবি করে, আর্জেন্টিনার নভেম্বরের ম্যাচ বাতিল হতে পারে এবং দ্বিতীয় ম্যাচটি আফ্রিকায় মরক্কোর বিরুদ্ধে অনুষ্ঠিত হতে পারে। তারা নামী আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক গাস্তন এডুল-কে ট্যাগ করায় এই গুজব আরও জোরালো হয়।

কিন্তু সব জল্পনা-কল্পনার মাঝেই কেরলের ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান জাতীয় সংবাদমাধ্যমকে জানান, “আর্জেন্টিনা দলের কোচিতে আগমনের বিষয়ে এখন পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। ম্যাচটি নভেম্বর অনুষ্ঠিত হবে। আয়োজনে কোনও ত্রুটি রাখা হচ্ছে না। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে।”

তবে এখানেই শেষ নয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) এক সপ্তাহ আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে, তারা নভেম্বরে লুয়ান্ডা (অ্যাঙ্গোলা) এবং কোচিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

এই পরিস্থিতিতে সাধারণ ফুটবলপ্রেমীরা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও, RBC এবং কেরল সরকার আত্মবিশ্বাসী লিওনেল মেসি এবং তার বিশ্বজয়ী দল ঠিক সময়মতো কোচিতে এসে মাঠে নামবেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই দ্বিধা কাটিয়ে ভারতীয় দর্শকরা কেরলের মাঠে লিওনেল মেসিকে খেলতে দেখতে পান কি না।

Lionel Messi India tour in Kochi update for Argentina vs Australia

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular