HomeSports NewsFootballবিশ্বকাপ খেলবেন না মেসি! একী বললেন আর্জেন্টাইন তারকা?

বিশ্বকাপ খেলবেন না মেসি! একী বললেন আর্জেন্টাইন তারকা?

- Advertisement -

আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে লিয়োনেল মেসির (Lionel Messi) খেলা হবে কি না, তা নিয়ে আর্জেন্টাইন মহাতারকা নিজেই রেখেছেন ধোঁয়াশা। ‘এলএম টেন’ ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যদিও তিনি খেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি এবং খারাপ অবস্থার ক্ষেত্রে বাড়িতে বসেও লাইভ ম্যাচ দেখতে হতে পারে।

মেসি বলেন, “আগেও আমি বলেছি যে আগামী বছর বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। তবে খুব খারাপ হলে বড়জোর ঘরে বসে লাইভ ম্যাচ দেখব আমি। সেটাও আমার কাছে বিশেষ হয়ে থাকবে। বিশ্বকাপ সকলের কাছেই স্পেশাল, বিশেষ করে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে। আর আমরা (আর্জেন্টিনা) তো বিশ্বকাপের সময় অন্যভাবে বাঁচি।”

   

২০২৩ সালে ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন তারকা চলতি বিশ্বকাপের আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জলহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে মেসি যদি মাঠে না থাকেন, তারপরও তার সতীর্থরা আর্জেন্টিনার খেতাব ধরে রাখার যথেষ্ট শক্তি রাখে।

তিনি আরও বলেন, “আর্জেন্টিনা দলে সকলেই চ্যাম্পিয়ন। সকলে দৃঢ় মানসিকতার এবং আরও জয়ের খিদে রয়েছে তাঁদের মধ্যে। যেটা সংক্রামক ব্যাধির মতো। অনুশীলন দেখলেই সেটা বোঝা যাবে যে, ওরা সবটা উজাড় করে দেয়।”

মেসি সতীর্থদের মধ্যে সুস্থ এবং শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে কোচ লিয়োনেল স্কালোনি ও তাঁর সহকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। এছাড়া তিনি জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে স্কালোনির সঙ্গে প্রতিমুহূর্তে কথাবার্তায় থাকেন। মেসির কথায়, “আমাকে পছন্দসই যে কোনও পজিশনে খেলানোর জন্য উনি প্রস্তুত। আমাদের দু’জনের মধ্যে সম্পর্কটা খুবই বিশ্বস্ত। যে কোনও বিষয়ে মন খুলে কথা বলতে পারি আমরা।”

সবমিলিয়ে, মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলার প্রশ্নে অনুরাগীদের কল্পনায় এক ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন বিশ্বকাপের ড্র। এক্ষেত্রে অনুরাগীদের নজর-কাড়া মুহূর্তের অপেক্ষা আরও বাড়িয়ে দিচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular