সুপার কাপে ইস্ট-মোহনের ভাগ্য নির্ধারণ করবে ডেম্পো! কোন অঙ্কে শেষ চার?

kolkata-derby-will-decide-semi-final-team-for-super-cup

শুক্রবার সুপার কাপের গ্রুপ পর্বে হতে চলেছে এক দ্বৈরথ (Kolkata Derby), যার উপর নির্ভর করছে তিন দলের ভাগ্য। বিকেল সাড়ে চারটেয় মুখোমুখি হবে ডেম্পো ও চেন্নাইয়িন এফসি। আর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গোয়ার মাঠে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই ম্যাচের ফল মিলিয়ে নির্ধারিত হবে কে উঠবে সেমিফাইনালে? আর কে থেমে যাবে ঠিক দরজার সামনে।

Advertisements

দুই ম্যাচ শেষে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল (+৪ গোল পার্থক্য)। সমান পয়েন্ট (৪) নিয়েই দ্বিতীয় স্থানে মোহনবাগান, তবে তাদের গোল পার্থক্য +২। ডেম্পো রয়েছে তিন নম্বরে, দুই পয়েন্ট নিয়ে, গোল পার্থক্য শূন্য। চেন্নাইয়িন ইতিমধ্যেই বিদায় নিশ্চিত করেছে।

   

অর্থাৎ এখনও তিন দলের (ইস্টবেঙ্গল, মোহনবাগান, ডেম্পো) সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা। তবে সমীকরণ সহজ নয়, বেশ কিছুটা নির্ভর করছে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফলাফলের উপর।

ডেম্পো জিতলে এবং ডার্বিতে ফয়সালা হলে

এই অবস্থায় যারা ডার্বি জিতবে, তারাই যাবে শেষ চারে। ডেম্পোর জয় কোনও দলকে সরাসরি বাদ দিতে পারবে না, যদি না ডার্বি ড্র হয়।

ডেম্পো জিতলে এবং ডার্বি ড্র হলে

ডেম্পো যদি জেতে, তবে তাদের পয়েন্ট হবে পাঁচ। ডার্বি (Kolkata Derby) যদি ড্র হয়, ইস্টবেঙ্গল ও মোহনবাগানেরও হবে পাঁচ পয়েন্ট। তখন তিন দলের সমীকরণ তৈরি হবে।

Advertisements
“ইস্টবেঙ্গলকে হারিয়ে…” ডার্বির আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা মোলিনার

ডেম্পো যদি অন্তত পাঁচ গোলের ব্যবধানে জেতে, তাহলে গোলপার্থক্যে তারা সবার ওপরে উঠে যাবে, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। আবার ডেম্পো যদি ঠিক ৪–০ ব্যবধানে জেতে এবং ডার্বি হয় গোলশূন্য ড্র, তাহলে ইস্টবেঙ্গল ও ডেম্পোর সব পরিসংখ্যান সমান হবে। সেক্ষেত্রে ভাগ্য নির্ধারিত হবে টসে।

ডেম্পো যদি ৫–১, ৬–২, বা ৭–৩ ব্যবধানে জেতে এবং ডার্বি হয় ড্র (গোলশূন্য নয়), তাহলে ইস্টবেঙ্গলকে ডেম্পোর খাওয়া গোলের থেকে বেশি গোল দিতে হবে ডার্বিতে। তবেই তারা উঠতে পারবে সেমিফাইনালে। যদি গোলসংখ্যা সমান হয়, আবারও টসের আশ্রয় নিতে হবে। মোহনবাগানের ক্ষেত্রে কোনও পরিস্থিতিতেই সুযোগ থাকবে না।

ডেম্পো পয়েন্ট নষ্ট করলে (হারলে বা ড্র করলে)

এই ক্ষেত্রে ডেম্পোর সেমিফাইনালের আশা শেষ। তারা সর্বাধিক তিন পয়েন্টে থেমে যাবে, যা যথেষ্ট নয়।
তখন হিসেব সহজ. ডার্বিতে যে দল জিতবে, তারাই যাবে শেষ চারে। অন্যদিকে ডার্বি যদি ড্র হয়, তাহলে গোলপার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলই সেমিফাইনালে যাবে।

সব মিলিয়ে শুক্রবারের দিনটা হতে চলেছে রোমাঞ্চে ভরপুর। একদিকে গোয়ার মাঠে ডেম্পো-চেন্নাইয়িন ম্যাচের ফলাফল বদলে দিতে পারে কলকাতার দুই প্রধানের ভাগ্য, অন্যদিকে ফতোরদার আলোয় অনুষ্ঠিত ডার্বিই হয়তো নির্ধারণ করবে কে উঠবে শেষ চারে, কে থামবে সীমানায়।