ইতিমধ্যে আসছে কলকাতা লিগের জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এখনও অবধি দল গঠনেও বেশ চমক দিয়েছে এই ক্লাব,সেই ধারা জারি রাখলো অভিজ্ঞ প্রিয়ন্ত কুমার সিং সই করিয়ে। মহামেডানের (Mohammedan) হয়ে খেলা এই ফুটবলার এবছর সন্তোষ ট্রফিতে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
প্রিয়ন্তের যোগদানে শক্তিশালী হলো খিদিরপুরের রক্ষন ভাগ সেই কথা বলাই বাহুল্য। তিন বছরের চুক্তিতে খিদিরপুরে এসেছে এই ডিফেন্ডার। হয়তো লিগ শেষে তাকে আইএসএলের কোনও ক্লাবে খেলতে দেখা যেতে পারে। নয়া কোচ দেবরাজ চ্যাটার্জী’র অধীনে লিগে ভালো কিছু করার আশা রাখছেন খিদিরপুরের কর্মকর্তারা।
এদিকে, প্রিয়ন্তের প্রাক্তন ক্লাব মহামেডান’দল গঠনে দারুণ চমক দিচ্ছে এবার। শেষ পাওয়া খবর অনুযায়ী তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলার নুরিদ্দিন দাভরোনভকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে তারা।ইতিমধ্যে ক্লাবের তরফে সংশ্লিষ্ট ফুটবলারের এজেন্টের সাথে যোগাযোগ করা হয়েছে।
লোকোমোটিভ মস্কোর যুব দলের হয়ে পেশাদার ফুটবলের যাত্রা শুরু এই ৩১ বছর বয়সী ফুটবলারের । দেশের হয়ে এখনও অবধি ৫০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন নুরিদ্দিন।ইস্তিকললের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন তিনি, ক্লাবের হয়ে জিতেছেন – তাজিক লিগ, তাজিক কাপ, তাজিক সুপার কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ।এছাড়া তাজিকিস্তানের হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপে রানার্স হন।শেষ অবধি এই বিদেশি ফুটবলার’কে সই করাতে পারে কিনা মহামেডান এখন সেটাই দেখার বিষয়।