আগের মরসুমে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। সেবার টুর্নামেন্ট শুরু করবার পূর্বে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একের পর এক তারকা বিদেশিদের দলের সঙ্গে যুক্ত করেছিল ম্যানেজমেন্ট। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। অনেকেই মনে করেছিল এবার হয়তো সর্বভারতীয় খেতাব জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে দক্ষিণের এই ফুটবল দল। কিন্তু সেটা সম্ভব হয়নি। সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের তত্বাবধানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম মেসেজ জয় পাওয়ার লক্ষ্য থাকলেও আটকে যেতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে।
তারপর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিলেও পরের ম্যাচগুলিতে আর সেভাবে সুবিধা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যারফলে লিগ টেবিলের অনেকটাই নিচে চলে আসতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও দেখা গিয়েছিল প্রায় একই ছবি। এই পরিস্থিতিতে কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। ছাঁটাই করা হয়েছিল মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। তার পরিবর্তে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় ডেভিড কাতলার হাতে। পরবর্তীতে সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেবার সম্ভব হয়নি।
এবার নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ আদ্রিয়ান লুনাদের। আগামীকাল তাঁদের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। সেই ম্যাচের আগেই নিজেদের পূর্ণ স্কোয়াড ঘোষণা করল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন শচীন সুরেশ, আর্শ আনোয়ার, নোরা ফার্নান্দেজ এবং আলসাবিথ।
ডিফেন্ডারদের মধ্যে থাকছেন নওচা সিং, আইবান ঢাওলিং, বিকাশ ইউমনাম, অময় রানাওয়াত, ডুসান ল্যাগেটর, হরমিপাম রুইভা, সন্দীপ সিং, সুমিত শর্মা, জুয়ান রদ্রিগেজ, ও সহিফ।
ℹ️ Presenting KBFC’s 2025/26 #AIFFSuperCup squad / squad numbers 👊🏻#KeralaBlasters #KBFC #MoreKeralaThanEver #TogetherWeFight pic.twitter.com/epa6gjweDk
— Kerala Blasters FC (@KeralaBlasters) October 29, 2025
মাঝমাঠে থাকছেন আদ্রিয়ান লুনা, ভিবিন মোহানন, ড্যানিশ ফারুক,আইমেন ঢাওলিং, মহম্মদ আজহার, ফ্রেডি লালাওমাওমা। ফরোয়ার্ডে থাকছেন শ্রীকুত্তণ, নোয়া সাদাউ, নিহাল সুদেশ, কোরো সিং, কোলডো ওবেইটা, থিয়াগো আলভেস।


