“ইস্টবেঙ্গলকে হারিয়ে…” ডার্বির আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা মোলিনার

jose-molina-comments-mohun-bagan-vs-east-bengal-super-cup-kolkata-derby

সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচের মুখে দাঁড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ডেম্পোর বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্রয়ের পর এখন আর কোনো ভুলের জায়গা নেই সবুজ-মেরুন শিবিরে। শুক্রবারের মেগাডার্বির আগে সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী কোচ হোসে মোলিনা ও অধিনায়ক শুভাশীষ বোস।

মোহনবাগান কোচ মোলিনা বলেন, “আমরা মোহনবাগান। সমর্থকরা সব সময় চান আমরা জিতি। ড্রয়ের জন্য নয়, জেতার মানসিকতা নিয়েই নামব মাঠে। ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোই আমাদের আসল লক্ষ্য।”

   

ডেম্পোর বিরুদ্ধে ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠলেও মোলিনা তাতে বিচলিত নন। তিনি বলেন, “প্রত্যেক মরশুমেই কঠিন সময় আসে। ধারাবাহিক ম্যাচ না হলে সেরাটা দেওয়া কঠিন হয়। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রতিদ্বন্দ্বিতা যত বাড়বে, পারফরম্যান্সও উন্নত হবে।”

২০২৬ ভোটে বাংলার মুখ কে হবেন? জানিয়ে দিলেন অমিত শাহ!

অধিনায়ক শুভাশীষ বোস জানালেন, ডার্বির গুরুত্ব সম্পর্কে তারা সম্পূর্ণ সচেতন। তিনি বলেন, “ইস্টবেঙ্গল এখন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলছে। যত বেশি ডার্বি হবে, আমাদেরও নিজেদের পর্যালোচনা করার সুযোগ মিলবে। এই ম্যাচটা আমার কাছে সুপার কাপের ফাইনালের মতো। আমরা সুযোগ তৈরি করছি, শুধু সেটপিসে আরও নিখুঁত হতে হবে। লক্ষ্য থাকবে সুযোগগুলো গোলে রূপান্তর করা।”

ফতোরদার মাঠে বৃষ্টির মধ্যেও প্র্যাকটিসে মনোযোগী ছিলেন মোলিনার ছেলেরা। কোচের দাবি, “যে অবস্থাতেই থাকি, জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব। গ্রুপের পজিশন নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই। ডার্বি জয়।”

তবে খালি গ্যালারিতে খেলা নিয়ে খানিকটা আফসোসের সুরও শোনা গেল স্প্যানিশ কোচের কণ্ঠে। তিনি বলেন, “এরকম বড় ম্যাচে দর্শক না থাকলে ভালো লাগে না। তবে জানি, মোহনবাগান সমর্থকরা টিভির সামনে থেকেও আমাদের পাশে থাকবেন।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন