অনিশ্চয়তায় আইএসএল, স্মৃতিচারণায় লুইস গার্সিয়া

বর্তমানে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্লাব ফুটবল। চলতি ডিসেম্বরের শুরুতেই শেষ হয়েছে সুপার কাপ। অন্যান্য বছর গুলিতে এই সময় ইন্ডিয়ান সুপার লিগের…

Luis Garcia,Atletico de Kolkata

বর্তমানে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্লাব ফুটবল। চলতি ডিসেম্বরের শুরুতেই শেষ হয়েছে সুপার কাপ। অন্যান্য বছর গুলিতে এই সময় ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভরা মরসুম থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি যে আদৌও কবে থেকে শুরু হবে দেশের প্রথম ডিভিশন এই ফুটবল লিগ। গত কয়েকদিন আগেই ফেডারেশনকে চিঠি দিয়ে লিগ আয়োজন করতে আগ্ৰহ দেখিয়েছিল টুর্নামেন্টের অধিকাংশ ফুটবল ক্লাব। এক্ষেত্রে প্রতিটি ফুটবল ক্লাবের তরফে বার্ষিক দশ কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই টুর্নামেন্ট আয়োজনে ইচ্ছে প্রকাশ করলে ও সেই ক্লাব জোটের প্রস্তাব নাকচ করে দিয়েছে ফেডারেশন।

Advertisements

যেটা কিছুটা হলেও আশাহত করেছে সকলকে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো কিছুটা স্পষ্ট হবে আইএসএলের ভবিষ্যত। এসবের মাঝেই গতকাল নিজের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট করেন স্প্যানিশ ফুটবলার লুইস গার্সিয়া। উল্লেখ্য, গত ২০১৪-২০১৫ সালে উনাম পুমাস থেকে তৎকালীন অ্যাটলেটিকো দ্যা কলকাতায় যোগদান করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মতো দলে খেলা এই উইঙ্গার। সেবার ফিকরু ফেরেরা লেমেইসাদের মতো ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট নজর কেড়েছিলেন এই বিদেশি ফুটবলার। যদিও পরবর্তীতে অর্থাৎ ২০১৫-২০১৬ সালে দল ছেড়েছিলেন তিনি।

   

যোগদান করেছিলেন অস্ট্রেলিয়ার শক্তিশালী ফুটবল ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে। গত ২০১৬-২০১৭ সালে জেসন কামিন্সদের এই দল থেকেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন তিনি। এরপর এগিয়ে গিয়েছে অনেকটা সময়। নিজের ক্যারিয়ারে বিশ্বের একাধিক ফুটবল ক্লাবে খেললেও এখনও তাঁর মনের মন্দিরে রয়ে গিয়েছে ভারতের এই ফুটবল দল ও ফুটবল লিগের কথা। গতকাল সেই সম্পর্কিত একটি ভিডিও নিজের সোশ্যাল সাইটে আপলোড করেন গার্সিয়া। যেখানে আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে লাল-সাদা জার্সিতে খেলতে দেখা যায় এই ফুটবলারকে।

এছাড়াও সেবার টুর্নামেন্টের ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে মহম্মদ রফিকের সেই গোলের দৃশ্য ও ধরা দিয়েছে ভিডিওতে। যা রীতিমতো খুশির ঝলক আনে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। পাশাপাশি তিনি ক্যাপশনে লেখেন, ‘অ্যাটলেটিকো ডি কলকাতার সাথে ভারতে প্রথম আইএসএল চ্যাম্পিয়নশিপের ১১ বছর উদযাপন। একটি ঐতিহাসিক মুহূর্ত যা আধুনিক ভারতীয় ফুটবলকে রূপ দিতে সাহায্য করেছে।
আজ, যখন আইএসএল চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি, ফুটবলের স্পষ্টতা, স্থিতিশীলতা এবং এর ভবিষ্যত এবং উত্তরাধিকার রক্ষাকারী সমাধানের দাবিদার।’

Advertisements