HomeSports NewsFootballশিল্ড জয়ের ম্যাচে নামছে দুই প্রধান, এক নজরে একাদশ

শিল্ড জয়ের ম্যাচে নামছে দুই প্রধান, এক নজরে একাদশ

- Advertisement -

আধ ঘন্টার আর কিছু মাত্র সময় বাকি। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনাল (IFA Shield Fina) ম্যাচ। যেখানে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার সকল ফুটবল অনুরাগীদের। হিসেব অনুযায়ী দেখলে এই সিজনে এটি তৃতীয় ডার্বি হলেও এর গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র ডার্বিতে প্রভাব বিস্তার করাই নয়। এই জয়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাবে এবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন। বলতে গেলে এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী।

আগের তুলনায় মোহনবাগান যথেষ্ট শক্তিশালী হয়ে উঠলেও প্রতিপক্ষ দলকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ হোসে মোলিনা। গত কয়েকদিন ধরে সেইমতো ফুটবলারদের প্রস্তুত করেছেন গতবারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ। পাশাপাশি গত ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের হতাশা কাটিয়ে এবার বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে চাইবেন তিনি। অন্যদিকে, নিজেদের সিনিয়র দলের প্রথম ট্রফি নিশ্চিত করতে চাইবেন অস্কার ব্রুজো। কিন্তু প্রতিপক্ষ দল ধারে ভারে যে অনেকটাই এগিয়ে শুরু করবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

   

এক নজর দেখে নেওয়ার যাক উভয়ের একাদশ। অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ গুলির মতো আজও গোলরক্ষক বিশাল কাইথের উপর ভরসা রাখছে মোহনবাগান। পাশাপাশি রক্ষণভাগে থাকছেন যথাক্রমে অধিনায়ক শুভাশিস বসু, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ এবং মেহেতাব সিং। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং জেসন কামিন্স। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং সাহাল আব্দুল সামাদ। পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন জেমি ম্যাকলারেন। রবসন রবিনহো থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিংরা রিজার্ভে থেকেই শুরু করছেন এই ম্যাচ।

অন্যদিকে, আজ লাল-হলুদের তিন কাঠি সামাল দেওয়ার জন্য থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগে থাকছেন আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, কেভিন সিবিলে এবং মহম্মদ রাওকিপ। মাঝমাঠের জন্য থাকছেন মহম্মদ বাসিম রশিদ, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং। দুই উইংয়ে থাকছেন যথাক্রমে এডমুন্ড লালরিন্ডিকা এবং বিপিন সিং। ফরোয়ার্ডে থাকছেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। মিগুয়েল ফিগুয়েরা থেকে শুরু করে হিরোশি ইবুসুকির মতো ফুটবলাররা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজনে তাঁদের ব্যবহার করতে পারেন অস্কার।‌

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular