Hyderabad FC: এফসি গোয়ার এই বিদেশি তারকাকে সই করাতে মরিয়া হায়দরাবাদ

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ চালাচ্ছে প্রত্যেকটি ক্লাব। কেউ পুরোনো কোচ কে বিদায় জানিয়ে নতুন কোচ আনছে তো কেউ বিশ্বকাপ খেলা ফুটবলার এনে চমক দিতে চাইছে। এসবের মাঝেই গোটা দলকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে বেশকিছু ক্লাব।

Hernan Santana

নতুন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ চালাচ্ছে প্রত্যেকটি ক্লাব। কেউ পুরোনো কোচ কে বিদায় জানিয়ে নতুন কোচ আনছে তো কেউ বিশ্বকাপ খেলা ফুটবলার এনে চমক দিতে চাইছে। এসবের মাঝেই গোটা দলকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে বেশকিছু ক্লাব। গত কয়েকদিন আগেই দলের নতুন কোচের নাম ঘোষণা করে ওডিশা এফসি। সেই অনুযায়ী আগামী দুই মরশুমে দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। এই ঘোষণার পর থেকেই নিজেদের পুরোনো স্কোয়াড কে বাদ দিয়ে নতুন করে দল গঠন শুরু করা হয় তাদের তরফে। এরপরে সেই একই রাস্তাতেই হাঁটতে শুরু করে মানালো মার্কুজের এফসি গোয়া।

সেইমতো দলের ৭ জন তারকা ফুটবলার কে ছাড়া হয় তাদের তরফে। যাদের মধ্যে ছিলেন মাকন চোটে, আনোয়ার আলি, লেনি রড্রিগেজ, রেডিম টাং ও নংদম্ব নাওরেম। গত ৩১ মে তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে দলের। তারপর আর তা নবীকরণ করা হয়নি এফসি গোয়ার তরফ থেকে। যারফলে, এখন ফ্রি প্লেয়ার সকলেই। তবে সেখানেই শেষ নয়।

দলের বিদেশি ফুটবলারদের মধ্যে ছাড়া হয় মার্ক ভেলিয়েন্ট ও হার্নান সান্তানার মতো তারকা। গত মরশুমের শুরুতেই এফসি গোয়াতে সই করেছিলেন এই তারকা ফুটবলার। তবে চোটের সমস্যা থাকায় মরশুমের মাঝামাঝিতেই দল থেকে ছিটকে যেতে হয় তাকে। পরবর্তীতে হার্নান সান্তানা কে দলে টেনে আনে এফসি গোয়া। তবে আগামী মরশুমের কথা মাথায় রেখে তাদের কারুর সাথেই আর চুক্তি বাড়াতে চাইছে না গোয়া।

তবে এবার এই দুই ফুটবলারের মধ্যে হার্নান সান্তানাকে নাকি দলে টানতে চাইছে ওগবেচেদের হায়দরাবাদ। শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি হায়দরাবাদের তরফে।