ভারতীয় ফুটবলের ভরসা, জাতীয় দলের প্রথম সারির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু আজ লিখলেন নতুন ইতিহাস। বেঙ্গালুরু এফসি-র জার্সিতে খেললেন তাঁর ২০০তম ম্যাচ। এক কথায় এটি ভারতীয় ফুটবলে এক বিরল সাফল্য, কারণ দেশের ফুটবল ক্যালেন্ডারে ম্যাচের সংখ্যা সীমিত হলেও একজন খেলোয়াড়ের পক্ষে এক ক্লাবের হয়ে দ্বিশত ম্যাচে পৌঁছনো সত্যিই বিরল ঘটনা।
সামাজিক মাধ্যমে নিজের আবেগ ভাগ করে নেন গুরপ্রীত। তিনি লেখেন—“একটি ইকোসিস্টেমে যেখানে ফুটবল ম্যাচের সংখ্যা খুবই সীমিত, সেখানে এক ক্লাবের হয়ে দ্বিশত ম্যাচ খেলা আমার কাছে ভীষণ গর্বের। প্রথম ম্যাচ থেকে ২০০তম ম্যাচ— প্রতিটি মুহূর্ত ছিল এই জার্সি, এই ব্যাজ আর আমার সতীর্থ ভাইদের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার।”
তিনি আরও যোগ করেন— “ধন্যবাদ বেঙ্গালুরু এফসি এবং সমর্থকদের, যাঁরা সবসময় আমাকে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে পাশে থেকেছেন।”
In a ecosystem where football games are a scarcity, managing to get a double century for one club is something i am very proud of.
From game 1 to 200 and counting 💙
Every moment in this jersey has been about giving everything for the badge and the brothers beside me.Thank… pic.twitter.com/sWuNUhj3Sz
— Gurpreet Singh Sandhu (@GurpreetGK) October 30, 2025
২০১৭ সাল থেকে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলে চলেছেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর দুর্দান্ত সেভ, মাঠে নেতৃত্ব, এবং কঠিন সময়ে দলের ভরসা হয়ে ওঠার জন্য তিনি আজ শুধু ক্লাব নয়, সমগ্র ভারতীয় ফুটবলের প্রতীক। তাঁর এই সাফল্যে গোটা ফুটবল মহল গর্বিত।
সমর্থকেরাও সামাজিক মাধ্যমে ভরিয়ে তুলেছেন প্রশংসায়। কেউ লিখেছেন, “ভারতের সেরা গোলকিপার।” আবার কেউ বলেছেন, “তুমি শুধু বেঙ্গালুরু নয়, গোটা দেশের গর্ব।”
২০০ ম্যাচ পার করার পর গুরপ্রীত সান্ধুর লক্ষ্য এখন আরও বড়। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার পর, এবার ক্লাব ফুটবলেও তাঁর মিশন— বেঙ্গালুরু এফসি-কে আরও সাফল্য এনে দেওয়া।



