ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট দাপটের সাথে খেলেছেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। ভারতের যুব দলের পাশাপাশি দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট গুলিতে ও নিজেকে প্রমাণ করেছেন বহুবার। যা সহজেই মন জয় করেছিল সকল ফুটবল অনুরাগীদের। গোয়ান ক্লাব চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে প্রভাব বিস্তার করার পর ২০১২-২০১৩ সিজনে যোগদান করেছিলেন দেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল মোহনবাগান সুপার জায়ান্টে। সেখান থেকেই লাইম লাইটে আসা। তারপরের মরসুমে যদিও ফিরে গিয়েছিলেন চার্চিলে। সেখান থেকে এফসি পুনে সিটিতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো আইএসএলে আত্মপ্রকাশ ঘটেছিল এই গোলরক্ষকের।
তারপরে ভারত এফসির পাশাপাশি স্পোর্টিং ক্লাব গোয়ার হয়ে আইলিগে দাপুটে পারফরম্যান্স করার পর পুনরায় ফিরে এসেছিলেন পুনে শিবিরে। সেখানে খুব একটা সুযোগ না পাওয়ায় যোগ দিয়েছিলেন সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিতে। পরবর্তীতে তাঁকে দলে টেনে নেয় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। এরপর থেকেই প্রথম ডিভিশন লিগে বজায় থেকেছে তাঁর ছন্দ। মুম্বাই থেকে গত ২০১৮-২০১৯ সালে তাঁকে যুক্ত করেছিল এটিকে ফুটবল দল। চোখ ধাঁধানো পারফরম্যান্সের মধ্য দিয়ে কলকাতার এই দলের হয়ে খেলেছিলেন প্রায় তিনটি মরসুম।
যার মধ্যে আইএসএলের বেশকিছু প্লে-অফ ম্যাচে ও তাঁর উপর ভরসা রেখেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে অন্যান্য বিদেশি কোচেরা। পরবর্তীতে অরিন্দমকে (Arindam Bhattacharya) রিলিজ করে দিয়েছিল সবুজ-মেরুন। নতুন সিজনে তাঁকে দলে নেওয়ার জন্য আইএসএলের বেশকিছু ফুটবল দল আগ্ৰহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে যোগদান করেছিলেন ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলে। যেখানে এগারোটি ম্যাচ খেলে মাত্র একটি ক্লিনশিট ছিল তিন কাঠির এই প্রহরীর। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে।
পরের বছরেই তাঁকে দলে টেনে নিয়েছিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। একটা বছর সেই দলে খেলার পরেই যোগদান করেন বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাবে। গত আড়াই বছর ধরে সেই দলের হয়েই তিন কাঠি সামাল দিয়ে আসছিলেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। বলাবাহুল্য, গত সিজনে দলকে আইলিগ জয় করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দাপুটে গোলরক্ষকের। একটা সময় ইন্টার কাশীর আইলিগ জয় নিয়ে বিতর্ক দেখা দিলেও শেষ পর্যন্ত তাতেই পড়ে যায় শিলমোহর। অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষায পর আজ সন্ধ্যায় সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলার পর আইলিগ ট্রফি হাতে পায় ইন্টার কাশী। সেখানেই জানা যায় তাঁর অবসর নেওয়ার বিষয়টি। যারফলে নিজের গ্লাভস জোড়া তুলে রেখে এবার নতুন ভূমিকায় দেখে যেতে চলেছে অরিন্দমকে।


