HomeSports NewsFootballআচমকা স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ দুই প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার

আচমকা স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ দুই প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার

- Advertisement -

কলকাতা ময়দানের (Kolkata Football) চেনা মুখ আনসুমানা ক্রোমা (Ansumana Kromah) যেন আবারও জীবনের কাছে হার মানলেন। প্রাক্তন মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal) তারকা ফুটবলারের স্ত্রী পূজা দত্ত হঠাৎই প্রয়াত হন। মাত্র ছয় বছরের দাম্পত্য জীবনে এমন পরিণতি হবে, তা স্বপ্নেও ভাবেননি কেউ। রেখে গেলেন দুটি শিশু সন্তান, একজনের বয়স মাত্র দু’মাস, অপরজন পাঁচ বছর। পূজার বিয়োগ সংবাদে শোকাহত ময়দানের ফুটবল ভক্তরা।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। জানা গিয়েছে, রাতে খাওয়ার পরে পূজা ঘুমিয়ে পড়েছিলেন। মাঝরাতে শৌচাগারে যাওয়ার সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পূজার।

   

দুঃখজনকভাবে মৃত্যুর সময় স্ত্রীর পাশে ছিলেন না ক্রোমা। ব্যক্তিগত কারণে তিনি বর্তমানে লাইবেরিয়ায় রয়েছেন। আগামী মাসে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এলো এই মর্মান্তিক খবর। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর মৃত্যুর কথা জানিয়ে ভেঙে পড়েছেন ক্রোমা। তিনি লিখেছেন,
“তুমি আমাদের বড্ড তাড়াতাড়ি ছেড়ে গেলে সাদিয়া। কীভাবে বলব আমাদের ছোট ছোট সন্তানদের, যে তাদের মা আর নেই?”

নিতীশ রেড্ডিকে খেলানো নিয়ে ‘বিস্ফোরক’ প্রাক্তন তারকা স্পিনার, কি বললেন?

২০১৯ সালে পূজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্রোমা। প্রেমের শুরু ফেসবুকে, সেখান থেকে বন্ধুত্ব ও ভালোবাসা। বাঙালি মেয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ে লাইবেরিয়ার ফুটবলারের। বিবাহের পরে পূজা হয়ে ওঠেন সাদিয়া। একসঙ্গে কলকাতা ও লাইবেরিয়া দুই জায়গাতেই সময় কাটিয়েছেন তাঁরা, যদিও মূলত কলকাতায়ই ছিলেন।

এই দম্পতির প্রেম একসময় ময়দানে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। ক্রোমা নিজেই বলেছিলেন, পূজার জীবনে আসার পরই তাঁর কেরিয়ারে মোড় ঘুরে যায়। পিয়ারলেস, মোহনবাগান, ইস্টবেঙ্গল, চার্চিল ব্রাদার্সের মতো দলে খেলার সুযোগ আসে।

মাত্র মাস দুয়েক আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন পূজা। তারও আগে, গত বছর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ক্রোমা। সেই সময় রাতদিন এক করে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা। একার হাতে সামলেছিলেন হাসপাতাল, বাড়ি, সন্তান।

সোশ্যাল মিডিয়ায় পূজা ছিলেন অত্যন্ত সক্রিয়। মৃত্যুর দু’দিন আগেও পোস্ট করেছিলেন ছবি। গত মাসেই ছিল তাঁর জন্মদিন। ক্রোমা আবেগঘন পোস্টে লিখেছিলেন, ‘‘তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kromah Agogo (@agogokromah)

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular