ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় সম্ভবত জাতীয় দলের দায়িত্বে

শানমুগাম ভেঙ্কটেশের জায়গায় ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মহেশ গাউলি ভারতের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। প্রসঙ্গত,এর আগেও মহেশ গাউলিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)…

Mahesh Gawli

শানমুগাম ভেঙ্কটেশের জায়গায় ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মহেশ গাউলি ভারতের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। প্রসঙ্গত,এর আগেও মহেশ গাউলিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের অনূর্ধ্ব-২০ কোচিং’র দায়িত্ব নেওয়ার জন্য।

কিন্তু ওই সময় গাউলি ইন্ডিয়ান অ্যারোজের সহকারী কোচ হিসেবে জড়িত ছিলেন, তাই নতুন করে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। কিন্তু পরিস্থিতি বদলায় ফেডারেশনের প্রজেক্ট ইন্ডিয়ান অ্যারোজ বন্ধ করার সিদ্ধান্তে।

গোয়ানিজ এই সেন্টার ব্যাক ২০০৩-০৪ সেশনে লাল হলুদ জার্সি গায়ে ২০ টা গেম খেলেছেন। ১৯৯৮-৯৯ ফুটবল সেশনে এফসি কোচিনের হয়ে ভারতীয় ফুটবল সার্কিটে মহেশ গাউলি পা রাখেন। মহেশ গাউলির ফুটবল কেরিয়ারের বড় একটা সময় কেটেছে ডেম্পো’র জার্সি গায়ে,২০০৭-২০১৫ টানা ৯ মরসুমে ডেম্পো’র হয়ে ১২৬ ম্যাচ খেলে ১ টা গোল রয়েছে প্রাক্তন এই ভারতীয় ফুটবলারের। জাতীয় দলের হয়ে ১৯৯৯-২০১১ এই সময়কালে ৬৮ টা আন্তজার্তিক ম্যাচ খেলে ১ টি রয়েছে গাউলির।