গোয়ায় সেমিফাইনাল বিনামূল্যে! সমর্থকদের জন্য বড় ঘোষণা

দিন তিনেকের অপেক্ষা মাত্র। তারপরেই ফের শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। গ্রুপ পর্বের ম্যাচগুলি আগেই সমাপ্ত হয়ে গেলেও বাকি রয়েছে নক…

mumbai-city-fc-vs-fc-goa-super-cup-semifinal-preview-2025

দিন তিনেকের অপেক্ষা মাত্র। তারপরেই ফের শুরু হতে চলেছে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। গ্রুপ পর্বের ম্যাচগুলি আগেই সমাপ্ত হয়ে গেলেও বাকি রয়েছে নক আউট‌। গ্রুপ পর্বের পর বেশ কিছুটা সময় বিরতি পেয়েছিল দলগুলি। সেই সুযোগ কাজে লাগিয়েই নিজেদের মতো করে সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছে প্রত্যেকে। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। আগামী ৪ঠা ডিসেম্বর এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। যেখানে লড়াই করবে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি (Mumbai City vs FC Goa), পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বাংলার একমাত্র দল হিসেবে এই টুর্নামেন্টে এখনও টিকে রয়েছে ইস্টবেঙ্গল।

Advertisements

স্বাভাবিকভাবেই অস্কার ব্রুজোর দলের দিকে ব্যাপক নজর থাকবে বাংলার ফুটবল প্রেমীদের। তবে এসবের মাঝেই নিজেদের সমর্থকদের জন্য বড়সড় চমক দিল এফসি গোয়া ম্যানেজমেন্ট। আগামী ৪ঠা ডিসেম্বর রাতে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে গোয়া শিবির। এখন এই ম্যাচের দিকে ব্যাপক নজর রয়েছে প্রত্যেকের। উল্লেখ্য গতবার খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল মানোলো মার্কেজের ছেলেরা। স্বাভাবিকভাবেই এবার নিজেদের শহরে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট‌।

   

গতবারের মতো এবারও এই খেতাব জয় করার পাশাপাশি শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মানোলোর ছেলেদের। লড়াইতে যে একেবারেই সহজ নয় সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই ফুটবলারদের তৈরি করেছেন জাতীয় দলের এই প্রাক্তন কোচ। এবারের এএফসির টুর্নামেন্টে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও বিদেশি দল গুলির বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা কাজে লাগিয়েই এই সর্বভারতীয় খেতাব জয় করতে মরিয়া বোরহা হেরেরা থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনারা। তবে এবার এই ম্যাচ বিনামূল্যে মাঠে বসে উপভোগ করতে পারবেন সমর্থকরা।

হ্যাঁ , ঠিকই শুনেছেন। আজ সন্ধ্যায় কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা স্পষ্ট করে দিয়েছে গোয়া শিবির। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। স্বাভাবিকভাবেই বড়দিনের আগে যেন গোয়ান সমর্থকদের বিশেষ উপহার দিল ম্যানেজমেন্ট।

Advertisements