বছরের শুরুতেই চাকরি খোয়ালেন তারকা কোচ, বিরাট বার্তা ক্লাবের

নতুন বছরের প্রথম দিনেই বড়সড় সিদ্ধান্ত নিল ইংলিশ প্রিমিয়ার লিগের (Football) ক্লাব চেলসি। ১৮ মাসের ‘মধুচন্দ্রিমা’ শেষে ক্লাব ছাড়লেন প্রধান কোচ এনজো মারেসকা। বৃহস্পতিবার এক…

enzo-maresca-sacked-by-chelsea-english-premier-league-in-football

নতুন বছরের প্রথম দিনেই বড়সড় সিদ্ধান্ত নিল ইংলিশ প্রিমিয়ার লিগের (Football) ক্লাব চেলসি। ১৮ মাসের ‘মধুচন্দ্রিমা’ শেষে ক্লাব ছাড়লেন প্রধান কোচ এনজো মারেসকা। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ‘ব্লুজ’ শিবির। ফুটবলমহলে যা নিয়ে চলছিল টানা জল্পনা, শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল।

Advertisements

বোর্নমাউথের বিরুদ্ধে ২–২ ড্রয়ের পর থেকেই মারেসকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তার আগেই লিডস ইউনাইটেডের কাছে ১–৩ ব্যবধানে হার। সমর্থন না পাওয়ার অভিযোগ, সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়াসব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল ৪৫ বছরের ইটালীয় কোচের জন্য। ক্লাবের অন্দরমহলের খবর বলছে, এই সময়েই কর্তাদের সঙ্গে তাঁর মতানৈক্য প্রকাশ্যে আসে, শেষ পর্যন্ত বিচ্ছেদের পথই প্রশস্ত করে দেয়।

   

বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে চেলসি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করলেও সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আশাব্যঞ্জক নয়। শেষ সাত ম্যাচে মাত্র একটি জয়, শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে থাকা পরিসংখ্যানই মারেসকার উপর চাপ বাড়িয়েছিল। তার উপর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে একাধিক দল, যে কোনও মুহূর্তে আরও নীচে নেমে যাওয়ার আশঙ্কাও ছিল।

চেলসির বিবৃতিতে বলা হয়েছে, “কোচ হিসেবে এনজো মারেসকা উয়েফা কনফারেন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিয়েছেন। এই কৃতিত্ব ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে, উভয় পক্ষই মনে করছে পরিবর্তন প্রয়োজন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।”

তবে নাটক এখানেই শেষ নয়। বোর্নমাউথ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মারেসকার অনুপস্থিতি নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। ক্লাব জানায়, অসুস্থতার কারণেই তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, ইচ্ছাকৃতভাবেই সংবাদমাধ্যম এড়িয়ে গিয়েছিলেন তিনি। তখনই অনেকের ধারণা হয়ে যায়—চেলসিতে তাঁর দিন প্রায় শেষ।

এদিকে মারেসকার বিদায়ের সঙ্গে সঙ্গেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে চেলসি। দৌড়ে এগিয়ে রয়েছেন স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনির। পাশাপাশি আলোচনায় আছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার সেস ফাব্রেগাস, বোর্নমাউথের আন্দোনি ইরাওলা এবং বার্সেলোনার প্রাক্তন কোচ জাভিও।

নতুন বছরের প্রথম কোচ ছাঁটাই হিসেবে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইপিএলের অন্যতম আলোচিত ঘটনা। চেলসির লক্ষ্য এখন স্পষ্ট, দলকে দ্রুত স্থিতিশীল করে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ফিরিয়ে আনা। সেই পথে এনজো মারেসকার অধ্যায় শেষ হল ঠিকই, তবে তাঁর রেখে যাওয়া সাফল্য ও বিতর্ক। দুটিই দীর্ঘদিন আলোচনায় থাকবে ফুটবল মহলে।

Advertisements