সুপার কাপের শুরুটা একেবারেই ভালো হয়নি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করতে হয়েছিল দুর্বল ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে। যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। প্রথমার্ধে ছিন্নছাড়া ফুটবলের পাশাপাশি গোলের একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল ময়দানের এই প্রধানকে।
অন্যদিকে, সুযোগ বুঝেই গোল তুলে নিয়ে গিয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাব। তবে প্রথমার্ধে পিছিয়ে থাকতে হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরেছিল দল। তারপর মিগুয়েল ফিগুয়েরার বিশ্বমানের গোলে এগিয়ে গিয়েছিল মশাল ব্রিগেড।
শামি-শাহবাজের জাদুতে দাপট বাংলার, দাঁড়াল ১২ পয়েন্ট
যদিও সেটা বজায় ছিল না শেষ পর্যন্ত। ম্যাচের শেষের দিকে সমতায় ফিরেছিল ডেম্পো দল। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল ময়দানের এই প্রধানকে। যা ভালোভাবে নেয়নি কেউ। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইস্টবেঙ্গলের। কিন্তু কাজটা যে অনেকটাই কঠিন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আজ কিছুক্ষণের মধ্যেই গোয়ার ব্যাম্বোলিম স্টেডিয়ামে সুপার কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার শক্তিশালী চেন্নাইয়িন এফসি। তাঁদের হারানোই এখন অন্যতম লক্ষ্য সৌভিক চক্রবর্তী।
সেইমতো নিজেদের প্রথম একাদশ সাজিয়েছেন কোচ। যেখানে আজ গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আনোয়ার আলি, মহম্মদ রাওকিপ, কেভিন সিবিলে এবং জয় গুপ্তা। মাঝমাঠের দায়িত্বে থাকছেন সাউল ক্রেসপো, মহম্মদ রশিদ, এবং মিগুয়েল ফিগুয়েরা।
দুই উইংয়ে থাকছেন যথাক্রমে নাওরেম মহেশ সিং এবং বিপিন সিং। ফরোয়ার্ডে থাকছেন হামিদ আহদাদ। হিরোশি ইবুসুকি থেকে শুরু করে এডমুন্ড লালরিন্ডিকা, নন্দকুমার সেকার ও সৌভিক চক্রবর্তীরা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজনে তাঁদের মাঠে নামাতে পারেন কোচ।


