আধঘন্টা বাকি মাত্র। তারপরেই শুরু হতে চলেছে সুপার কাপের ফাইনাল ম্যাচ (East Bengal Super Cup Final Lineup)। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। আজ সন্ধায় গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ট্রফি নির্ধারণী ম্যাচ। যেখানে লড়াই করবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এফসি গোয়া। উল্লেখ্য, গত মরসুমে জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে এই খেতাব ঘরে তুলেছিল এফসি গোয়া। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য রয়েছে বোরহা হেরেরাদের।
অপরদিকে গতবারের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভালোভাবে সিজন শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পর আইএফএ শিল্ডের ফাইনালে ও ধাক্কা খেয়েছে ময়দানের এই প্রধান। সেই হতাশা কাটিয়ে এবারের এই ফাইনাল ম্যাচে অন্তত ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে লাল-হলুদের।
তবে এই ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না দলের কোচ অস্কার ব্রুজো। তাঁর পরিবর্তে এবার বিনো জর্জের তত্ত্বাবধানে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেক্ষেত্রে গত সেমিফাইনালের তুলনায় এবার খুব একটা বদল আসেনি একাদশে।
আজ ও দলের গোলরক্ষক হিসাবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, কেভিন সিবিলে এবং মহম্মদ রাওকিপ। মাঝমাঠের লড়াইয়ে থাকছেন মহম্মদ রশিদ, মিগুয়েল ফেরেইরা এবং অধিকাংশ সাউল ক্রেসপো।
দুই উইংয়ে থাকছেন যথাক্রমে নাওরেম মহেশ সিং এবং বিপিন সিং। ফরোয়ার্ডে আজ ও থাকছেন জাপানি তারকা হিরোশি ইবুসুকি। পরবর্তীতে দলের প্রয়োজনে খেলোয়াড় বদল করতে পারেন সহকারী কোচ বিনো জর্জ।
