East Bengal : ক্রাউড ফান্ডিং চালু করার পথে ইস্টবেঙ্গল, কিন্তু কেন?

দিনকয়েক ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে চালু হয়েছে নয়া মেম্বার লাউঞ্জ। যেখানে বসে খেলা দেখার পাশাপাশি পছন্দ মতো খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন ক্লাবের সদস্য থেকে শুরু করে সমর্থকরা।

East Bengal's Crowdfunding Initiative

দিনকয়েক ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে চালু হয়েছে নয়া মেম্বার লাউঞ্জ। যেখানে বসে খেলা দেখার পাশাপাশি পছন্দ মতো খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন ক্লাবের সদস্য থেকে শুরু করে সমর্থকরা। যা এক কথায় নয়া পদক্ষেপ। পূর্বে বিদেশি ক্লাব গুলিতে এই ব্যবস্থা চলে আসলে ও কলকাতা ময়দানে এটি প্রথম।

তবে কলকাতা প্রেস ক্লাব থেকে শুরু করে কাস্টমস ও ডালহৌসির মতো স্থানে এই ব্যবস্থা চালু থাকলেও কলকাতার প্রধানদের ইতিহাসে এটি প্রথম। এবার সেই বিদেশি ধাঁচে আরও এক বিশেষ পদক্ষেপ নেওয়া হল ক্লাবের তরফে।

   

গত বুধবার সাংবাদিক বৈঠক করে একটি বিশেষ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয় লাল-হলুদ সমর্থকদের একাধিকবার আবেদন কিংবা অনুরোধের কথা মাথায় রেখে ক্রাউড ফান্ডিং প্রক্রিয়া শুরু করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এই ঘটনা বিদেশি ফুটবল ক্লাব গুলির ক্ষেত্রে সাধারণ বিষয় হলেও ভারতীয় ফুটবলে এ যেন এক বিশেষ সংযোজন।

এই প্রসঙ্গে ক্লাবের তরফে জানানো হয়, ক্লাবের পরিকাঠামো থেকে শুরু করে ইয়ুথ ডেভলপমেন্টের মতো বিষয় গুলিকে মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে আপামর সভ্য সমর্থকদের এগিয়ে আসতে অনুরোধ করা হয়েছে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সমর্থকদের তরফ থেকে। তবে ক্লাব কর্তাদের এই প্রচেষ্টা আদৌ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।